বাংলাদেশে সার্জনদের সবচেয়ে বড় পেশাগত সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (এসওএসবি)-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে এসওএসবি। নির্বাচনে নতুন মেয়াদে সভাপতি হয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এ এম এস এম সারফুজ্জামান (রুবেল) এবং মহাসচিব হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সার্জারির অধ্যাপক মনির হোসেন খান। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব তথ্য জানিয়েছে। অধ্যাপক জাহিদুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মেয়াদে এসওএসবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সার্জারির অধ্যাপক এ এম এস এম সারফুজ্জামান (রুবেল)। মহাসচিব হয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (পিজি হাসপাতাল) সার্জারির অধ্যাপক মনির হোসেন খান। যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ডা. আহমদ সামি-আল-হাসান।

জানা গেছে, নতুন নির্বাহী পরিষদ আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক রফিকুস সালেহিন, অধ্যাপক এস এম আশরাফ আলী, অধ্যাপক সাদরুল আলম এবং অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. আবু সায়েম। সাংগঠনিক সম্পাদক ডা. এম রিয়াজুল আলম, দপ্তর সম্পাদক নূর মো. শরীফ আস শামস, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. আলী, প্রকাশনা সম্পাদক ডা. জুনাইদুর রহমান লিখন এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ডা. মো. আশরাফুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১২ জন– অধ্যাপক সাদিয়া সাজমিন, ডা. মো. শহীদুল ইসলাম, ডা. মো. জামাল ই রাব্বী, ডা. সায়েম আল মনসুর ফায়েজী, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. মো. জিয়াউর রহমান, ডা. মো. আরিফ উদ্দিন খান, ডা. আবু হেনা মোস্তফা কামাল, ডা. নাজমুল আরেফিন, ডা. নূর মো. সাঈদ বিন আজিজ, ডা. মাসকুরুল আলম এবং ডা. গোলাম মাহমুদ রায়হান।

দেশব্যাপী ২২টি অঞ্চলে আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন– ঢাকা মেডিকেলে ডা. সাঈদ বিন সিদ্দিকি; বিএমইউ (পিজি হাসপাতাল) ডা. ইফতেখার আল মামুন শাকিল; চট্টগ্রামে ডা. মো. রাশেদুল হাসান; বরিশালে ডা. জয় জাকারিয়া রব; সিলেটে ডা. আবুল কালাম আজাদ; ময়মনসিংহে অধ্যাপক মোস্তফা জাহিদ বিপু; রাজশাহীতে ডা. ফারহান ইমতিয়াজ; রংপুরে ডা. শরীফুল ইসলাম; বগুড়ায় ডা. জাফর সাদিক; দিনাজপুরে ডা. সারোয়ার মুর্শেদ আলম; যশোরে ডা. শরীফুল আলম খান; কুমিল্লায় ডা. নাফিজ ইমতিয়াজ শিপলু; চাঁদপুরে ডা. হারুন উর রশীদ; মিটফোর্ডে ডা. নীলিমা জাহান; ফরিদপুরে ডা. রেজওয়ানা আলম; মুগদা মেডিকেলে অধ্যাপক মোশাররফ হোসেন; জাতীয় ক্যান্সার হাসপাতালে ডা. নাদিয়া ফারজানা; জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ডা. ইমরুল হাসান চৌধুরী; সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. মেসবাউল বাহার; জাতীয় কিডনি হাসপাতালে ডা. রোকনুজ্জামান এবং হলি ফ্যামিলিতে ডা. শহীদুল ইসলাম খান।

টিআই/এসএসএইচ