নোমুরা হোল্ডিংস ইনকরপোরেশন নামে একটি জাপানি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য ধূমপানবিরোধী কঠোর অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটি নিয়ম করেছে যে, তাদের কোনো কর্মী অফিস চলাকালে ধূমপান করতে পারবে না, সেটা যদি হোম অফিস হয়, তবুও ধূমপান করা যাবে না। 

আসছে অক্টোবর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। ডিসেম্বরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি তাদের কার্যালয়ে থাকা ধূমপান করার মতো সমস্ত জায়গা বন্ধ করে দেবে।  

পারস্পরিক সমঝোতার ভিত্তিকে প্রতিষ্ঠানটি এ নিয়ম কার্যকর করছে। নিয়ম ভঙ্গের জন্য শাস্তিমূলক কোনো ধারাও থাকছে না। অফিসের বাইরে কাজের সময় কোনো কর্মী ধূমপান করলেন কি না, তা নজরদারিও করবে না প্রতিষ্ঠানটি। মূলত অনুকূল কাজের পরিবেশ, ধূমপানের পরোক্ষ ক্ষতি, কর্মীদের স্বাস্থ্যের দিকটি বিবেচনায় নিয়ে এ নিয়ম কার্যকর করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে। 

জাপানের ন্যাশনাল ক্যান্সার সেন্টারের এক গবেষণার তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন ধূমপায়ীর দুই জন বলছেন, করোনার কারণে হোম অফিস বা বাড়ির বাইরে বের না হওয়ার কারণে তাদের ধূমপানের পরিমাণ বেড়ে গেছে। বাড়িতে ধূমপানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ না থাকার কারণে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে।  

২০২০ সালের মার্চের তথ্য অনুযায়ী নোমুরার ২০ শতাংশ কর্মী ধূমপায়ী। ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানটি এ হার ১২ শতাংশে নামিয়ে আনতে চায়। কর্মীদের ধূমপান ছাড়তে সহায়তা করতে প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে আর্থিক সহযোগিতা করে আসছে। 

এরআগে বিভিন্ন সময়ে আরও বেশ কিছু প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য অফিস চলাকালে ধূমপান নিষিদ্ধ করেছে।   

সূত্র : এনডিটিভি, ব্লুমবার্গ। 

এনএফ