উন্নত হোক বা অনুন্নত, করোনা মহামারির প্রভাব সবদেশেই পড়েছে। সব দেশেরই স্বাস্থ্যখাত কমবেশি ভুগেছে এ মহামারির কারণে। 

বিভিন্ন দেশেই দেখা গেছে করোনার সময়টাতে পুরো স্বাস্থ্যখাতে মনোযোগ ছিল করোনা চিকিৎসা ঘিরে। ফলে অন্যান্য রোগে আক্রান্তদের অনেক বেশি ভুগতে হয়েছে এ সময়টাতে। এরমধ্যে লকডাউনের কারণে প্রতি সাতজন ক্যান্সার রোগীর একজনের অস্ত্রোপচার স্থগিত হয়েছে বলে উঠে এসেছে এক গবেষণায়।        

যুক্তরাষ্ট্রের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা গবেষণাটি করেছেন। এ গবেষণার আওতায় প্রায় ২০ হাজার রোগীর তথ্য় বিশ্লেষণ করা হয়েছে। সম্প্রতি ল্যানসেট অনকোলজিতে এ গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, লকডাউনের কারণে ক্যানসার আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারে বড় একটা প্রভাব পড়েছে। 

করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে যখন কঠোর লকডাউন চলছিল, ওইসময় প্রতি সাতজন ক্যানসার রোগীর একজনের অস্ত্রোপচার স্থগিত হয়ে যায়। লকডাউনের সময় বিধিনিষেধ মেনে অপারেশনের হার ছিল মাত্র ০.৬ শতাংশ। করোনার সংক্রমণ কমতেই এখন ওই সব অস্ত্রোপচার তাড়াতাড়ি করে ফেলতে বলছেন চিকিৎকরা। 

বার্মিংহামের বিশ্ববিদ্য়ালয়ের জেমস গ্লাসবি বলেছেন, জীবন বাঁচাতে এবং ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন গুরুত্বপূর্ণ। কিন্তু ভবিষ্যতে লকডাউনের সময় আরও ক্ষতি রোধ করার জন্য, আমাদের অবশ্যই ভাবতে হবে।  

এনএফ