আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে হবে চোখের চিকিৎসা
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ছবি - ঢাকা পোস্ট
মানুষকে অন্ধত্ব থেকে রক্ষার পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। ডায়াবেটিসজনিত কারণে চোখের রেটিনা সমস্যার প্রাথমিক পর্যায়ের রোগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে শনাক্ত করা যাবে মাত্র ৩০ সেকেন্ডে। এছাড়া বিভিন্ন রোগের প্রতিরোধমূলক ব্যবস্থাতেও ভূমিকা রাখবে অভিনব এই প্রযুক্তি।
রোববার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আই হেলথ স্ক্রিন বাংলাদেশ লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ড. আলাউদ্দীন ভুঁইয়া বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আমাদের অত্যাধুনিক ভ্রাম্যমাণ আইস্ক্রিনিং বাসের উদ্বোধন করা হবে। আমাদের স্ক্রিনিং সরঞ্জামটি ৯৭ ভাগ নির্ভুলভাবে কাজ করে। এটি বিশ্লেষণ ও তাৎক্ষণিক ফলাফল সরবরাহ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যারা বয়স্ক তাদের জন্য এটি কম সময় সাপেক্ষ এবং নিরাপদ। আমরা প্রাথমিকভাবে বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির নিবন্ধিত ৫০ লাখ রোগীর চোখ স্ক্রিনিং করব। পরবর্তীতে অনিবন্ধিত ডায়াবেটিস রোগীদের স্ক্রিনিং করব।’
প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম সোহেল রানা বলেন, ‘আমরা ২০১৭ সাল থেকে দক্ষ আইটি টিম নিয়ে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ থেকে ২.৫ মিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছি। আশা করি আমরা খুবই স্বল্পমূল্যে এই সেবা দেশের মানুষকে দিতে পারব। দেশের ডায়াবেটিস রোগী ও এ রোগে অন্ধ হওয়ার সংখ্যাও ব্যাপক হারে কমাতে পারব।’
বিজ্ঞাপন
এইচএন/এইচকে