সন্ধানীর কেন্দ্রীয় কমিটি স্থগিত, সিদ্ধান্ত ১৭ ফেব্রুয়ারি
স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করা স্বাস্থ্যখাতের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর কেন্দ্রীয় কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নবগঠিত দুই কমিটি কেন্দ্রীয় সন্ধানীর ব্যানারে কোনো সভা, প্রচারণা বা কর্মসূচি পালন করতে পারবে না। তবে শুধুমাত্র রক্তদান ও ত্রাণ কর্মসূচি চলমান থাকবে। এমনকি কমিটি স্থগিত থাকাকালীন সময়ে সংগঠনটির কেন্দ্রীয় অফিস উপদেষ্টা পরিষদের চক্ষুদান সমিতির তত্ত্বাবধানে চলবে।
সোমবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা পোস্টকে এসব বিষয় নিশ্চিত করেছেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ও দ্বন্দ্ব নিরসনে গঠিত হাইপাওয়ার কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। তিনি জানান, আজ (সোমবার) দুপুরে নবগঠিত দুই কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে হাইপাওয়ার কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগামী ২৭ জানুয়ারি চলমান সংকট নিরসনে আবারও সভা ডাকা হয়েছে। সভায় নবগঠিত দুই কমিটিসহ আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং দফতর সম্পাদককে উপস্থিত থাকতে বলা হয়েছে। আশা করছি সেই সভাতেই সব সমস্যার সমাধান হবে। তবে এর আগ পর্যন্ত দুই কমিটিরই সব কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে সন্ধানীর ফেসবুক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত থাকবে। এরমধ্যে কোনো কমিটি কোনো ধরনের কার্যক্রম চালালে তাদের বহিষ্কার করা হবে।
সারাদেশের ইউনিট কমিটিও স্থগিত থাকবে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, ইউনিট কমিটিগুলোর মধ্যে যেসব মেডিকেলে আগেই কমিটি করা হয়েছিল তারা তাদের কার্যক্রম চালাতে পারবে। তবে নতুন দুই কমিটির মাধ্যমে সাতটি জেলায় নতুন করে যেসব কমিটি করা হয়েছে, সেগুলোও স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সমস্যা সমাধান হলেই পরে উপদেষ্টাদের সমন্বয়ে সেগুলোতে নতুন করে কমিটি গঠিত হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুর রউফ উল্লাসকে সভাপতি এবং সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি শামীম রেজাকে সাধারণ সম্পাদক করে ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়। এরপর গত ১২ জানুয়ারি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নতুন করে আরেকটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. রাফায়েত হোসেনকে (সৌরভ)। সাধারণ সম্পাদক করা হয় রাজশাহী মেডিকেল কলেজের নিশিত কুমার মন্ডলকে।
সন্ধানীর উপদেষ্টা পরিষদ সূত্রে জানা যায়, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নিরসনে উপদেষ্টাদের পক্ষ থেকে গত ৩ ফেব্রুয়ারি একটি মিটিং ডাকা হয়। সেখানে নানা আলোচনা ও পরামর্শের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামালের নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট একটি হাইপাওয়ার কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুকে। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয় শিক্ষামন্ত্রী দীপু মনিকে। কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, অধ্যাপক ডা. এ কে এম সালেক, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে সদস্য করা হয়।
সন্ধানীর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে হাইপাওয়ার কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ঢাকা পোস্টকে বলেন, আমরা যারা উপদেষ্টা হিসেবে সন্ধানীর সঙ্গে আছি, চলমান সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সন্ধানীর দ্বন্দ্ব নিরসনে ১৫ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। আমি বিশ্বাস করি, এ কমিটির মাধ্যমে সন্ধানীর সার্বিক যে অচলাবস্থা, সেটা দূর করতে পারব। শিক্ষামন্ত্রী এ কমিটির চিফ অ্যাডভাইজার। তিনি একসময় সন্ধানীর জেনারেল সেক্রেটারি ছিলেন, এখন উপদেষ্টা।
‘সন্ধানীর মতো এমন একটা গৌরবোজ্জ্বল সংগঠনে এমন দ্বিধা-বিভক্তি আর অচলাবস্থা কখনই কারও কাম্য নয়। যত দ্রুত সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টা করব’- যোগ করেন হাইপাওয়ার কমিটির সদস্য সচিব।
টিআই/জেডএস