ক্রীড়া সংশ্লিষ্টদের জন্য হচ্ছে ‘স্পোর্টস মেডিসিন ক্লিনিক’
দেশে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট সকলের ইনজুরিসহ নানা সমস্যা সংক্রান্ত চিকিৎসা সেবায় স্পোর্টস মেডিসিন ক্লিনিক তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন (বিএএসএম)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএএসএমের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ক্রীড়াঙ্গন ও ক্রীড়াবিদ সংশ্লিষ্ট যারা আছে, তারা ফিজিওথেরাপি ছাড়া আর কোনো চিকিৎসা সেবা পান না। তাদের যথাযথ চিকিৎসায় আমরা একটি স্পোর্টস মেডিসিন ক্লিনিক করার চিন্তা করছি। স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ উদ্যোগে এটি হবে। এগুলো নিয়েই আমরা পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেব।
ডা. আতিকুর রহমান বলেন, স্পোর্টস মেডিসিন বলতে আমরা শুধু একজন ফিজিওথেরাপিস্ট যে কাজগুলো করে থাকেন, সে গুলোকেই বুঝি। কিন্তু এর ব্যাপ্তি অনেক। এটা কোনো ইনজুরি সংক্রান্ত ব্যাপার নয়। একজন খেলোয়াড়ের নানা ধরনের সমস্যা হতে পারে। স্পোর্টস মেডিসিনের মূল কাজ হলো ইনজুরি, ফিটনেস, পুষ্টি, ডোপিং নিয়ে। কিন্তু আমাদের ক্রীড়াবিদরা একজন ফিজিওথেরাপিস্ট ছাড়া আর কিছুই পান না।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের এডহক কার্যনির্বাহী কমিটি।
এ বিষয়ে ডা. আতিকুর রহমান বলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে আমরা শুরুতেই জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি। কারণ তার কারণেই আমরা একটি দেশ পেয়েছি, আর দেশে পেয়েছি বলেই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, নতুন কমিটিকে নিয়ে আমরা আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বসব। সেখানেই আমরা আমাদের কর্মপরিধি ও কর্মসূচি ঠিক করব।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় নতুন কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সংস্থাটির কোষাধ্যক্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মহাসচিব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, দপ্তর সম্পাদক ডা. মো. নুরুজ্জামান খন্দকার, সদস্য অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআই/এসকেডি