যুদ্ধ শুরুর পর পাল্টা প্রতিরোধে রাশিয়ার ১৫ হাজারের বেশি সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাশিয়ার সৈন্যদের হত্যার এই দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সৈন্যদের প্রাণহানি ছাড়াও রুশ সামরিক বাহিনীর ৫০৯টি ট্যাংক, এক হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধ যান ও ২৫২টি কামান ব্যবস্থাপনাও ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে গত ২ মার্চ একবার পরিসংখ্যান প্রকাশ করে রাশিয়া বলছে, ইউক্রেনে সামরিক অভিযানে যাওয়া রুশ সামরিক বাহিনীর ৪৯৮ সদস্য নিহত হয়েছে।

যদিও সম্প্রতি ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রায় ৭ হাজার সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্র।

রুশ ক্ষয়ক্ষতির ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকা:

• মাল্টিপল রকেট লঞ্চার ৮০টি

• আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫টি

• বিমান ৯৯টি

• হেলিকপ্টার ১২৩টি

• স্বয়ংক্রিয় সামরিক সরঞ্জাম ১ হাজার

• জাহাজ/নৌকা তিনটি

• জ্বালানি ট্যাংক ৭০টি

• মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ৩৫টি

• বিশেষ সরঞ্জাম ১৫টি

এসএস