শিক্ষকদের বৈঠকে খাবার নিয়ে কাড়াকাড়ি!
শিক্ষার মানোন্নয়ন নিয়ে বৈঠক ডেকেছিলেন মন্ত্রী। তাতে যোগ দেন শিক্ষকরা। সেখানে সবার জন্য দুপুরের খাবারের ঢালাও আয়োজন ছিল। কিন্তু বৈঠক শেষ না হতেই দেখা গেল সেই খাবারের জায়গায় হুলস্থূল কাণ্ড। ‘ফ্রি লাঞ্চ’র থালা হাতে নিয়ে টানাটানি করছেন শিক্ষকরা। শুধু তাই নয়, দেখা যায় থালা না পাওয়ায় অধৈর্য হয়ে একজন শিক্ষক খাবার বণ্টনের দায়িত্বে থাকা এক ব্যক্তির ঘাড়ের ওপর দিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন।
ভারতের পাঞ্জাব প্রদেশের একটি সরকারি বৈঠকের এমন কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ওই বৈঠক ডেকেছিলেন। রাজ্যের শিক্ষার উন্নতির জন্য কোনও পরিবর্তন আনা যায় কি-না সেই বিষয়ে শিক্ষকদের মন্তব্য জানতে বৈঠক ডেকেছিলেন তিনি।
বিজ্ঞাপন
বৈঠকে অংশ নিয়েছিলেন পাঞ্জাবের নতুন শিক্ষামন্ত্রী গুরমিত সিংহ মীত হায়ার। ৫৭টি বাসে রাজ্যের সব সরকারি ও আধা-সরকারি স্কুল থেকে ২ হাজার ৬০০ শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছিল লুধিয়ানার একটি রিসোর্টে; সেখানেই ঘটে এই কাণ্ড।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও প্রায় একই ধরনের দৃশ্য দেখা যায়। সম্মেলনে দেশি-বিদেশি শিল্পপতিদের জন্য ঢালাও খাবারের আয়োজন করা হয়েছিল। সেখানকারও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, খাবারের জন্য হুড়োহুড়ি করছেন আমন্ত্রিত অতিথিদের একাংশ।
বিজ্ঞাপন
পাঞ্জাবের ভিডিওটি টুইটারে টুইট করেছেন সেখানকার একজন সাংবাদিক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। আনন্দবাজার।
— Gagandeep Singh (@Gagan4344) May 10, 2022
এসএসএইচ