লোকসভা নির্বাচনের এখন দু’বছর সময় থাকলেও বর্তমান সাংসদ নুসরাত জাহান আগামী নির্বাচনের টিকিট পাবেন কি না তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। নিজের নির্বাচনী এলাকায় তাকে দেখা যাচ্ছে না বহুদিন।  

আর সে কারণেই তৃণমূলের এই সাংসদ ‘নিখোঁজ’ লিখে তার সন্ধান চেয়ে পোস্টার সাটানো হয়েছে। বসিরহাটে এ পোস্টার যারা লাগিয়েছেন তারা তৃণমূলের কর্মী।  

পোস্টারগুলোর কোনোটাতে লেখা এমপি নুসরাত জাহান নিখোঁজ। সন্ধাই চাই, প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ। আবার কোথাও লেখা প্রতারিত জনগণ। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ লেখা পোস্টারের সংখ্যাই বেশি। 

রাতের অন্ধকারে লাগানো এসব পোস্টার নিয়ে তৃণমূল নেতৃত্বের মধ্যে অস্বস্তি হলেও তাদের অনেকেই নৈতিকভাবে সমর্থন করছেন এই অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোস্টারে যে কথা লেখা রয়েছে তা একদম ঠিক। ভোট দেওয়ার পর থেকে সাংসদকে আমরা গ্রামে দেখতে পাইনি।

এর সুযোগ নিয়েছে বিজেপিও। বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার পোস্টার নিয়ে কটাক্ষ করে বলেছেন, সাংসদ টিকটক আর সিনেমার পর্দার পিছন থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। তৃণমূলের নেতা-কর্মীরাই এখন সাংসদকে নিয়ে ক্ষুব্ধ।  

এনএফ