অনলাইন পরীক্ষার দাবিতে নিউটাউন ক্যাম্পাসে অনশনে বসেছেন পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পার্ক সার্কাস ক্যাম্পাসে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান না পাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দাবিতে অনড় থেকে মঙ্গলবার (১৭ মে) রাত থেকে নিউটাউন ক্যাম্পাসে তারা অনশন শুরু করেছেন।

জানা যায়, আগামী ২৭ মে থেকে অফলাইনে পরীক্ষা হওয়ার কথা জানতে পেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে বিক্ষোভ দেখান। 

তাদের দাবি, কল্যাণী এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা হলে তাদের ক্ষেত্রে কেন হবে না। তাদের মতে, ছয় মাসের কোর্স মাত্র দুই মাসে শেষ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন উপাধ্যক্ষ শেখ আবু তাহের কামরুদ্দিন, রেজিস্ট্রার নুরুস সালেম, ডেপুটি রেজিস্ট্রার আসফাক আলি এবং ডিন আব্দুর রহিম গাজি-সহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা। 

তবে আলোচনা থেকে কোনো সমাধান বের হয়নি। ফলে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন ও দাবি আদায়ে রাতেই অনশন শুরু করেন।

সূত্র : আনন্দবাজার

জেডএস