কুকুরের হাঁটার জন্য অ্যাথলিটদের স্টেডিয়াম ছাড়া, আইএএস দম্পতি বদলি
কুকুরের 'ইভিনিং ওয়াকের' জন্য অ্যাথলিটদের ত্যাগরাজ স্টেডিয়াম ছাড়তে বলেছিলেন আইএএস দম্পতি। এ অভিযোগের জেরে আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ারকে লাদাখে ও তার স্ত্রী রিঙ্কু ডুগ্গাকে অরুণাচল প্রদেশে বদলি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, সঞ্জীব এবং রিঙ্কুর বিরুদ্ধে ত্যাগরাজ স্টেডিয়ামের পরিকাঠামো অপব্যবহারের অভিযোগ ওঠার পর দিল্লির মুখ্য-সচিবের থেকে রিপোর্ট তলব করেছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় সেই রিপোর্ট জমা দেন দিল্লির মুখ্য-সচিব। সেই রিপোর্টের ভিত্তিতে অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম, কেন্দ্রশাসিত অঞ্চল (এজিএমইউটি) ক্যাডারের দুই অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সঞ্জীব এবং রিঙ্কুকে ‘শাস্তিমূলক বদলি’ করে দেওয়া হয়েছে।
যা ঘটেছিল
বিজ্ঞাপন
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরে অ্যাথলিট এবং কোচরা অভিযোগ করেছিলেন যে দিল্লির (তৎকালীন) প্রিন্সিপাল সেক্রেটারি (রেভেনিউ) সঞ্জীবের কুকুর 'ইভিনিং ওয়াক' করবে বলে আগেভাগেই ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন শেষ করতে বাধ্য করা হচ্ছিল।
এক কোচকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়, আগে দিল্লি সরকার পরিচালিত স্টেডিয়ামে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুশীলন চলত। কিন্তু গত কয়েক মাস ধরে সন্ধ্যা ৭টার মধ্যে মাঠ ছাড়তে বাধ্য করা হচ্ছিল। যাতে সঞ্জীব এবং তার কুকুর মাঠে হাঁটতে পারেন। ওই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল ২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য।
বিজ্ঞাপন
ওই প্রতিবেদনে সঞ্জীব দাবি করেছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভুয়া। তবে তিনি স্বীকার করেছিলেন যে পোষ্যকে নিয়ে মাঝেমধ্যে স্টেডিয়ামে যেতেন। সেজন্য অ্যাথলিটদের কোনো সমস্যা হতো না বলে দাবি করেছিলেন তিনি।
এসকেডি