শোকবার্তায় মোদি
কেকের গান সব প্রজন্মের আবেগ ছুঁয়ে যেত
বলিউডের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারত। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে শোকবার্তায় মোদি লিখেছেন, জনপ্রিয় গায়ক কেকের অকালমৃত্যুর খবরে আমি মর্মাহত। তার গান সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত। তার গানেই তাকে চিরকাল মনে রাখব আমরা। তার পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।
বিজ্ঞাপন
আরও পড়ুন : জনপ্রিয় সংগীতশিল্পী কেকে আর নেই
কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
— Narendra Modi (@narendramodi) May 31, 2022
বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন কেকে। ৯০ এর দশক থেকে শুরু করে এ পর্যন্ত অনেক জনপ্রিয় গান রয়েছে তার। হালে দিল, দিল ইবাদাত, তুহি হাকিকত ও মেরি জান, তুম মিলেসহ জনপ্রিয় অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
আরএইচ