ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্সকে।

সূত্র জানিয়েছে, গত ২ জুন রানি ২য় এলিজাবেথকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কিম। সেখানে তিনি  বলেছেন, ‘ব্রিটেনের জাতীয় দিবস ও আপনার সিংহাসনে আরোহনের হীরক জয়ন্তী উপলক্ষে আমি আপনাকে ও ব্রিটেনের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।’

চলতি বছর ২১ ফেব্রুয়ারি নিজের ৯৬তম জন্মদিন পালন করেছেন রানি ২য় এলিজাবেথ। চলতি সপ্তাহে তার সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করছে যুক্তরাজ্য।

১৯২৬ সালে জন্ম নেওয়া রানী ২য় এলিজাবেথ ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের জ্যেষ্ঠ সন্তান। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি বাবার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে যুক্তরাজ্যের সিংহাসনে আরোহন করেন তিনি; একই সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ অন্তত ১২ টি রাষ্ট্রেরও শাসনতান্ত্রিক প্রধান হন।

নিজের শাসন মেয়াদে বিশ্বের অধিকাংশ দেশ সফর করেছেন রানি ২য় এলিজাবেথ, মুষ্টিমেয় যে কয়েকটি দেশ তিনি সফর করেননি, সেসবের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। তবে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া সফর করেছেন তিনি।

২০০০ সালে যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে উত্তর কোরিয়া।