ফাইল ছবি

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের পরিস্থতি বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আবার দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও তা ১২ হাজারের কাছাকাছিই রয়েছে।

আর এতেই ভারতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় এক লাখে। মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯৩ জন। সোমবার এই সংখ্যাটি ছিল ১৭ হাজারের বেশি। বিগত দু’দিনের পরিসংখ্যানে ভারতে করোনা সংক্রমণের হার ৩১ শতাংশ কমেছে। মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। সোমবার এই সংখ্যাটি ছিল ২১ জন। এনিয়ে দেশটিতে করোনা মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৫ লাখ ২৫ হাজার ৪৭ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১.২১ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ কমলেও ভারতে প্রায় প্রতিদিনই হু হু  করে বাড়ছে ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা। সংবাদমাধ্যম বলছে, দেশটিতে প্রায় প্রতিদিনই গড়ে ২ হাজার করে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এবার তা ছুঁয়ে ফেলল প্রায় এক লাখ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৯৬ হাজার ৭০০ জন। যা মোট আক্রান্তের তুলনায় ০.২২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৮৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। করোনা থেকে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। গত একদিনে সেখানে ৩ হাজার ২০৬ করোনায় আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে ২ হাজার ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬১ জন।

এছাড়া পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হারও উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ৫২৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

টিএম