প্রেসিডেন্ট নির্বাচনী ফল অবৈধ ঘোষণা চেয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতে একটি মামলা দায়ের করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির। দেশটির নির্বাচনে হার মানতে অনিচ্ছুক ডোনাল্ড ট্রাম্প শিবির ফল বাতিলের দাবিতে বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে মামলা করেছে। সর্বশেষ শুক্রবার জর্জিয়ার আদালতে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি মামলা করেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী শিবির বলছে, নির্বাচনে জালিয়াতির ঘটনায় রিপাবলিকান পার্টির পক্ষ থেকে জর্জিয়ার আদালতে মামলা হয়েছে। এই মামলায় নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী ২০ জানুয়ারির শপথ গ্রহণকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য রাজ্যের কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ করলেও জর্জিয়ার রিপাবলিকান দলীয় মন্ত্রী ব্রাড রাফেন্সপার্গার বলেছেন, গত ৩ নভেম্বরের নির্বাচনে ব্যাপক পরিসরে জালিয়াতির কোনও প্রমাণ দেখতে পাননি তারা।

হোয়াইট হাউসের মসনদে বসার জন্য ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দরকার হলেও এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন পেয়েছেন ৩০৬টি। অন্যদিকে, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। 

দেশটির নেভাদা অঙ্গরাজ্যের আদালতের বিচারক নির্বাচনে জালিয়াতির অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে না পারায় রিপাবলিকান পার্টির দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন। এছাড়া উইসকনসিন সুপ্রিম কোর্টেও প্রেসিডেন্ট নির্বাচনী ফল বাতিল চেয়ে রিপাবলিকান শিবিরের করা একটি মামলা খারিজ হয়েছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির নির্বাচনী ফল পাল্টে দিতে দেশজুড়ে বিভিন্ন আদালতে মামলার পেছনে প্রায় ৯০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছে। এই অর্থের বেশিরভাগ ব্যয় হয়েছে মামলায় নিয়োজিত আইনজীবী এবং পরামর্শকদের পেছনে। 

গত ৩ নভেম্বরের নির্বাচনের পর রিপাবলিকান ন্যাশনাল কমিটি এবং ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ২০৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেছে। নির্বাচনী ফল বাতিলের আইনী লড়াইয়ে ব্যয়ের জন্য সমর্থক ও ভোটারদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়। 

এসএস