তিন তলার ছাদ থেকে ৪ মাসের শিশুকে ফেলে দিল বানর, ঘটনাস্থলে মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলায় বাবা-মায়ের কাছ থেকে এক শিশুকে ছিনিয়ে নিয়ে তিন তলার ছাদ থেকে ফেলে দিয়েছে বানর। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উত্তরপ্রদেশের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, বেরিলির প্রত্যন্ত এলাকায় তিন তলার ছাদ থেকে চার মাস বয়সী এক শিশুকে ফেলে দিয়েছে একটি বানর। ছাদ থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই শিশুটি মারা গেছে।
বিজ্ঞাপন
বেরেলি প্রধান বন সংরক্ষক ললিত ভার্মা বলেছেন, তারা এই ঘটনার ব্যাপারে তথ্য পেয়েছেন। তদন্ত পরিচালনার জন্য বন বিভাগের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বেরেলির দুনকা গ্রামের বাসিন্দা নির্দেশ উপাধ্যায় (২৫) বলেছেন, শুক্রবার সন্ধ্যার দিকে তিনি এবং তার স্ত্রী চার মাস বয়সী ছেলেকে নিয়ে তিনতলা ভবনের ছাদে হাঁটছিলেন। হঠাৎ একদল বানর সেখানে হাজির হয়। এ সময় তারা ছাদ থেকে বানর তাড়ানোর চেষ্টা করেন।
বিজ্ঞাপন
কিন্তু বানরের দলটি নির্দেশ উপাধ্যায়কে ঘিরে ধরে। পরে চার মাসের সন্তানকে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি তার হাত থেকে সিঁড়িতে পড়ে যায়। সন্তানকে কোলে তুলে নেওয়ার চেষ্টার সময় একটি বানর তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং তিন তলার ছাদ থেকে মাটিতে ফেলে দেয়।
এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
সূত্র: এনডিটিভি।
এসএস