কারাবন্দি মেক্সিকোর মাদকসম্রাট জোয়াকিন গুজম্যান ওরফে এল চাপোর স্ত্রী এমা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। মাদক চোরাচালানের অভিযোগে তাকে মার্কিন কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির বিচারবিভাগ। 

বিবিসির মঙ্গলবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এল চাপোর স্ত্রী ৩১ বছর বয়সী এমা করোনেল আইপুরোকে গ্রেপ্তার করা হয়।    

সোমবার বিমানবন্দর থেকে এল চাপোর স্ত্রীকে এমাকে গ্রেপ্তারের কথা জানিয়ে তার বিরুদ্ধে গাঁজা, কোকেন, হেরোইন ও মেটামফেটামিন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বিচারবিভাগ। 

মার্কিন বিচারবিভাগ আরও জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমাকে হাজির করার কথা রয়েছে। 

মাদক পাচারে অভিযুক্ত হওয়ার পাশাপাশি ২০১৫ সালে মেক্সিকোর কারাগার থেকে স্বামী গুজম্যানকে পালাতে সহায়তা করার জন্য দুই দফা ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে এমার বিরুদ্ধে।

এল চাপোর স্ত্রী এমার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। মেক্সিকোর পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তবে যুক্তরাষ্ট্র যে এমাকে যে গ্রেপ্তার করতে চায়, তা আগে জানা যায়নি।

মেক্সিকো তথা বিশ্বের কুখ্যাত মাদকসম্রাট এল চাপো

মাদক চোরাচালান ও অর্থপাচারের দায়ে বর্তমানে নিউইয়র্কে যাবজ্জীবন কারাভোগ করছেন এল চাপো। মেক্সিকোর কুখ্যাত মাদক কারবারি গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন। সিনালোয়া কার্টেল যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পরিমাণ মাদক চোরাচালানকারী গোষ্ঠী। মাদক চোরাচালানের সময় এল চাপোর নির্দেশে অনেক মানুষকে হত্যা করা হতো।

২০১৭ সালে এল চাপোকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করে মেক্সিকো। এর দুই বছরের মাথায় তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। আদালতের জিজ্ঞাসাবাদে এল চাপোর অপকর্ম সম্পর্কে উদঘাটন হয় মর্মস্পর্শী সব তথ্য। 

আদালতের জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকসম্রাট এল চাপো ১৩ বছরের কিশোরীসহ অনেককে ধর্ষণ করেছেন। নিজের মাদক কারবারি গোষ্ঠীর সাবেক সদস্য ছাড়াও প্রতিদ্বন্দ্বী দলের সদস্যদের ঠাণ্ডা মাথায় খুন করার কথাও জানা যায়। 

এএস