মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রভাবশালী সাত দেশের অর্থনৈতিক জোট জি-৭। জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার বিবৃতি দিয়ে অভ্যুত্থান দমনে সহিংসতার নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এক ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের বিরোধিতায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সহিংসতার পথ ‍নিয়েছে জেনারেলরা। সহিংসতাকে অগ্রহণযোগ্য অভিহিত করে জোটটি বলেছে, দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

জোটভুক্ত সাত দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সহিংসতার আশ্রয় নেওয়া যে কোনো ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘আমরা অভ্যুত্থানের বিরোধিতাকারীদের হুমকি ও নির্যাতনের নিন্দা জানাচ্ছি। অভ্যুত্থানের নিন্দায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি। স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ নির্বিচারে আটককৃতদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি।’

এএস