পুলিশের হাত থেকে বাঁচতে চোরেরা নানা উপায় অবলম্বন করে। তারা কখনো স্থান বদল, আবার কখনো ছদ্মবেশ ধরেন। তবে এবার ঘটনা ঘটেছে অন্য রকম। পুলিশের হাত থেকে বাঁচতে নিজের বাড়িতেই বিশাল আকারের একটি টেডি বিয়ারের ভেতরে লুকিয়ে ছিলেন গাড়ি চোর।

জানা গেছে, গ্রেটার ম্যানচেস্টারে ১৮ বছর বয়সী জোশুয়া ডবসন মে মাস থেকে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তিনি একটি গাড়ি চুরি করেছিলেন। অভিযুক্তকে ধাওয়া করে তার বাড়িতে পৌঁছালে সেখানে পুলিশ একটি দৈত্যাকার টেডি বিয়ারের সন্ধান পান।

টেডি বিয়ারটিকে দেখতে অস্বাভাবিক লাগলে পুলিশ তা খতিয়ে দেখা শুরু করে। এক পর্যায়ে দেখা যায়, ভেতরেই লুকিয়ে আছে সেই গাড়ি চোর।

প্রায় পাঁচ ফুট উচ্চতার ওই টেডি বিয়ারটি দেখে বোঝার উপায় ছিল না যে এর ভেতরে একজন মানুষ আছে। পুলিশের অভিযানের একটি সময়ে দেখা যায়, টেডি বিয়ার শ্বাস-প্রশ্বাসের নড়াচড়া করছে। পরে পুলিশ আসল বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ব্রিটিশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গত সপ্তাহে একটি গাড়ি চুরি যাওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল। ওই গাড়িটি নিয়ে চোর একটি পেট্রোল পাম্প থেকে বিল পরিশোধ না করেই পালিয়ে যায়। সাজা ঘোষণা হওয়ার পর অভিযুক্ত বর্তমানে কারাগারে রয়েছে’।

এমএইচএস