ভিডিও: চরম সাহসিকতায় সাপের কবল থেকে সন্তানকে বাঁচালেন মা
ঘর আর রাস্তা একইসঙ্গে। আর সেই ঘর থেকেই মা আর ছেলে একসাথে বাইরে বের হচ্ছিলেন। সেই সময়ই বাঁধে বিপত্তি। ঘর থেকে এক পা ফেলে বাইরে বের হতেই সাপের কবলে পড়ে ছেলে শিশুটি। সঙ্গে সঙ্গে চরম সাহসিকতায় সন্তানকে সরিয়ে নেন তার মা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে। এদিকে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সম্পূর্ণ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরপরই সাহসী ওই মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম বলছে, কর্নাটক রাজ্যের মন্ড্য নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এছাড়া ভিডিও দেখে সাপটিকে অনেকে গোখরা সাপ বলেও মন্তব্য করেছেন।
— Anu Satheesh (@AnuSatheesh5) August 12, 2022
প্রতিবেদনে বলা হয়েছে, কর্নাটকের মন্ড্য নামক এলাকার ওই ঘটনার ভিডিওতে মায়ের সঙ্গে বাচ্চাটিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। আর তখনই তাকে আক্রমণ করতে যায় বিশাল ওই সাপটি। সঙ্গে সঙ্গেই সেটি চোখে পড়ে যায় মায়ের। ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে সরিয়ে দেন সাপের কবল থেকে।
বিজ্ঞাপন
নিজের কথা চিন্তা না করে ছুটে এসে ছেলেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার ওই ভিডিও পাশেই থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। আর এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই দেখে ফেলেছেন প্রচুর মানুষ। এত অল্প সময়ের মধ্যে ছেলেকে বাঁচিয়ে নেওয়ার জন্য মায়ের সাহসীকতায় মুগ্ধ অনেক অনলাইন ব্যবহারকারী।
একজন ব্যবহারকারী বলেন, ‘ছেলেটিকে টেনে আনতে এক সেকেন্ডও দেরি হলে এই গোখরা সাপটি তাকে কামড়ে দিতো। মায়ের ভালোবাসাকে আমার স্যালুট।’
অন্য একজন টুইটার ব্যবহারকারী বলছেন, ‘সত্যিই অলৌকিকভাবে রক্ষা!’
কিছু ব্যবহারকারী দাবি করেছেন সাপটি ছিল গোখরা প্রজাতির।
টিএম