জ্বালানির খরচ তুলতে ভারতে এসি বাসে তোলা হচ্ছে বেশি যাত্রী
ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকারি এসি বাসে বেশি পরিমাণে যাত্রী তোলার ওপর জোর দিচ্ছে ভারত। এজন্য দেশটির বিভিন্ন ডিপোর পক্ষ থেকে চালক এবং কন্ডাক্টরদের শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বাসগুলোকে।
এর আগে দেখা যেত উল্টো চিত্র। বাসের সিট ভর্তি না হলেও চলতো সরকারি এসি বাস। তবে নির্দেশনা আসার পর থেকে এখন যাত্রী তোলার ওপর যত্নবান হয়েছে।
বিজ্ঞাপন
দেশটির পরিবহন দপ্তর সূত্র বলছে, আগে সরকারি এসি বাসের ভাড়া থেকে প্রায় ৬০ শতাংশ খরচ চলে আসতো। কিন্তু বর্তমানে ডিজেলের মূল্য বেড়েছে। বাস ভাড়া সেই তুলনায় না বাড়ায় খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে সরকারি পরিবহনকে।
দপ্তর সূত্রে আরও জানা যায়, আগে রাজ্যে ৪০টি রুটে নিয়মিত এসি বাস চলত। বর্তমানে তা কমে ৩০ থেকে ৩১টি রুটে চলছে। খরচ কমানোর জন্য এসি বাসের সার্ভিস কমিয়ে দেওয়া হয়েছে। এদিকে সাধারণ বাসের তুলনায় এসি বাস ১ লিটার তেলে আড়াই কিলোমিটার চলে। এ বাসের একটি ট্রিপেই প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। তাই সেই খরচ তুলতে এখন বেশি পরিমাণে যাত্রী তোলার দিকে জোর দিচ্ছে সরকারি এসি বাস।
বিজ্ঞাপন
বেসরকারি বাসের মতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় দেশটির অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। মূল্যবান সময় নষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা।
এমএ