মিষ্টিকুমড়ার ‘নৌকায়’ পাড়ি দিলেন ৬১ কিলোমিটার, গিনেসে উঠল নাম
ছবি : জিইও টিভি
নিজের ৬০তম জন্মদিনে অদ্ভুত এক কাণ্ড করে গিনেস বুকে নাম তুলেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডুয়ানে হ্যানসেন। একটি মিষ্টিকুমড়ার খোলে বসে দেশটির দীর্ঘতম নদী মিসৌরিতে নেমে পড়েছেন, এবং পাড়ি দিয়েছেন ৬১ কিলোমিটার পথ।
গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেব্রাস্কায় ঘটেছে এ ঘটনা।
বিজ্ঞাপন
মার্কিন বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোাগযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদ ও তথ্য অনুযায়ী, মিষ্টিকুমড়ার যে ‘নৌকায়’ ৬১ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন ডুয়ানে হ্যানসেন, সেই মিষ্টিকুমড়াটি নিজের ক্ষেতেই উৎপাদন করেছেন তিনি।
ক্ষেত থেকে তোলার সময় কুমড়াটির ওজন ছিল ৩৮৪ কেজি। তোলার পর সেটির ভেতরের অংশ নারকেল কোরানোর মতো কুরিয়ে বের করে সেটিকে ‘নৌকা’ বানান হ্যানসেন। এই কাজটি তিনি নিজেই করেছেন বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদমাধ্যমকে।
বিজ্ঞাপন
They say if you stay in your job long enough you might see just about everything and this morning was one of those days!...
Posted by City of Bellevue, Nebraska on Saturday, August 27, 2022
তারপর ২৭ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নৌকা নিয়ে মিসৌরি নদীতে নামেন, এবং সাধারণ নৌকার মতোই বৈঠা বাওয়া শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেষ হয় তার ‘নৌকাভ্রমণ’; এই ১১ ঘণ্টার মধ্যেই নদীর ৬১ কিলোমিটার পথ পাড়ি দেন ডুয়ানে হ্যানসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এই ভ্রমণের ভিডিও। লাখো নেটিজেনের উচ্ছাস ও প্রশংসায় সিক্ত হয়েছেন ডুয়ানে হ্যানসেন।
এছাড়া ইতোমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ডরেকর্ডসেরও স্বীকৃতি পেয়েছেন হ্যানসেন। তার আগে কেউ মিষ্টিকুমড়ার খোলে বসে জলপথে চলেছেন— এমন তথ্য গিনেস বুক অব ওয়ার্ল্ডরেকর্ডসে ছিল না।
সূত্র : জিইও টিভি
এসএমডব্লিউ