ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যান ভারতের বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘরের চাটোরি সেতুর কাছে দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক এই টাটা চেয়ারম্যান। তার মৃত্যুতে রাজনীতি থেকে শুরু করে ব্যবসা জগতের পাশাপাশি শোক প্রকাশ করেছেন সাধারণ মানুষও।

সম্প্রতি সাইরাস মিস্ত্রির একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গেছে, মহাসড়কের একটি সাধারণ ধাবায় খেতে বসেছেন তিনি। সামনে সাধারণ স্টিলের প্লেটে তরকারি ও হাতে রুটির টুকরো। ঠিক উল্টোপাশে বসে খাবার খাচ্ছেন সাইরাসের গাড়ি চালক।

ছবিটি বিশ্বের পার্সি সম্প্রদায়ের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেখানে পুরনো ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

ছবিটির বিবরণে ফেসবুক পেজটি লিখেছে, ‘একটি ছবিই অনেক কথা বলে যায়। সাইরাস কতটা অহংকার এবং আড়ম্বরহীন মানুষ ছিলেন তার প্রমাণ এই ছবি। একটি সাধারণ ধাবায় নিজের গাড়ির চালকের সঙ্গে বসে সাধারণ খাবার খাচ্ছেন সাইরাস। বিমানের চেয়ে তিনি বরাবরই সড়ক পথে বেশি চলাচল করতেন। রাস্তার ধারের খাবার খেতে ভালবাসতেন।’

ছবিতে সাইরাসের পরনে ছিল- শার্ট, প্যান্ট এবং হাতে ঘড়ি। তার মুখোমুখি বসে আছেন তার গাড়ির চালক। ছবিটি সম্ভবত ওই ধাবার সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

গত ৪ সেপ্টেম্বর একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সাইরাস মিস্ত্রি। এসময় গাড়ির চালকসহ তার সঙ্গে আরও দু’জন সফর করছিলেন; তারাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মুম্বাই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চাটোরি সেতুর কাছে সড়ক বিভাজকের ওপর গাড়িটি আঘাত হানলে মুহূর্তের মধ্যে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ভারতের বহুজাতিক ও অন্যতম প্রধান কোম্পানি টাটা সন্সের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন সাইরাস মিস্ত্রি। ২০১৬ সালে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের বহুল আলোচিত এক অভ্যুত্থানে চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন তিনি।

২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা কোম্পানিটির চেয়ারম্যানের পদ থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সাইরাস।

এমএইচএস