ফল উল্টে দিতে জর্জিয়ার গভর্নরকে ট্রাম্পের চাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: সংগৃহীত ছবি
নির্বাচনী ফল পাল্টাতে জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় গভর্নরের ওপর চাপ প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর গভর্নর ব্রায়ান ক্যাম্পকে চাপ দিচ্ছেন তিনি।
একাধিক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট গভর্নর ব্রায়ান ক্যাম্পকে জর্জিয়ার পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের পরামর্শ দেন। জর্জিয়ায় সিনেটের আসন্ন নির্বাচনের আগে এক প্রচারণায় অংশ নেয়ার আগে ধারাবাহিক টুইট করেন ট্রাম্প।
গত ৩ নভেম্বরের নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে গেলেও পরাজয় মেনে নিতে অস্বীকার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও ধরনের প্রমাণ দেখাতে না পারলেও জো বাইডেন জালিয়াতির মাধ্যমে জয়ী হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বিজ্ঞাপন
নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে দেশটির বিভিন্ন আদালতে মামলা করেছে রিপাবলিকান শিবির। যদিও ইতোমধ্যে বেশ কিছু মামলা দেশটির বিভিন্ন রাজ্যের আদালত খারিজ করে দেয়ায় নির্বাচনী ফল বাতিলের রিপাবলিকান দলীয় চেষ্টা ব্যর্থ হয়েছে।
রিপাবলিকান শিবিরের ঘাঁটি জর্জিয়ায় সামান্য ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়ায় ১৯৯২ সালের পর এই প্রথম ডেমোক্র্যাট দলীয় প্রার্থী সেখানে জয় পেয়েছেন।
বিজ্ঞাপন
সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে এই রাজ্য। আগামী জানুয়ারির দু’টি নির্বাচনে যদি ডেমোক্র্যাট শিবির এই রাজ্যে বিজয়ী হয়, তাহলে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে নিয়ন্ত্রণ হারাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, শনিবার সকালের দিকে জর্জিয়ার গভর্নর ক্যাম্পকে টেলিফোন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপস্থিত ভোটারদের ব্যালট বক্সের স্বাক্ষর তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও গভর্নর ক্যাম্পের এই তদন্ত শুরুর নির্দেশ দেয়ার ক্ষমতা নেই।
গত ৩ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই জালিয়াতির অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগের পক্ষে কোনও ধরনের প্রমাণ হাজির করতে পারেননি।
নির্বাচনী ফল বাতিল করতে বিশেষ অধিবেশন আহ্বান ও তদন্তের নির্দেশ না দেয়ায় গভর্নরের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জর্জিয়ায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। এক টুইটে বলেছেন, গভর্নরকে প্রচুর কঠোর হতে হয়েছিল।
জর্জিয়ার ভালদোস্তা এলাকায় রিপাবলিকান দলীয় সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনে জয়ী হতে পারতেন। তিনি বলেন, তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন এবং আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করেছেন। কিন্তু আমরা এখনও জয় পেতে পারি।
এ সময় সমাবেশে আগত রিপাবলিকান সমর্থকদের হাতে মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন স্লোগান লেখা পোস্টার দেখা যায়। এছাড়া অনেকে চুরি বন্ধ করো, আরও চার বছর-সহ নানা ধরনের স্লোগান দেন।
হোয়াইট হাউসের মসনদে বসার জন্য ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দরকার হলেও এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন পেয়েছেন ৩০৬টি। অন্যদিকে, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। নির্বাচনী ফল চূড়ান্ত করতে আগামী ১৪ ডিসেম্বর এক বৈঠকে মিলিত হবেন ইলেকটোরাল কলেজ ভোটাররা।
সূত্র : বিবিসি, সিএনএন।
এসএস