দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে দুর্গাপূজার মহাষ্টমীর দিনই বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের বর্ধমানের দুই পূজা মণ্ডপ। সিঁড়ি দিয়ে প্রায় কয়েকশো ফুট ওপরে উঠে মণ্ডপ পরিদর্শন করার কারণে গতকাল এগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দেশটির গণপূর্ত অধিদপ্তর।

সোমবার (৩ অক্টোবর) সকালে বর্ধমান শহরের সর্বমিলন সংঘ ও চৌরঙ্গী ক্লাবের মণ্ডপ পরিদর্শনে যান ভারতের পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে জানিয়ে দেওয়া হয়, মণ্ডপের প্রবেশপথ মজবুত নয়। বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে।

পরিদর্শনকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক-২) রাকেশ চৌধুরী বলেন, মণ্ডপ দুটিতে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। ওপরে না উঠে নিচ দিয়ে বিকল্প প্রবেশপথ করে দিলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন। তা নাহলে বাইরে থেকেই মণ্ডপ দর্শন করতে হবে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মণ্ডপে প্রবেশপথের কাঠামো পোক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বমিলন সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, প্রশাসন পরিদর্শন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তা নাহলে বড় বিপদ ঘটে যেতে পারত। যেখানে ত্রুটি রয়েছে দ্রুততার সঙ্গে সেসব জায়গায় কাজ শুরু হয়েছে।

এমএইচএস