গান্ধী পরিবারের ‘ছায়া’ না থাকলেও লড়াই কঠিন করবেন শশী থারুর
শশী থারুর
গত বেশ কিছুদিন ধরেই ভারতের রাজনীতি সরগরম কংগ্রেস সভাপতি নির্বাচন ঘিরে। মল্লিকার্জুন খড়্গের মাথায় হাত রয়েছে গোটা গান্ধী পরিবারের। এ কারণে মনে করা হচ্ছে তিনিই হচ্ছেন কংগ্রেসের পরবর্তী সভাপতি।
তবে মল্লিকার্জুন খড়্গের জয়ের পথ যে খুব মসৃণ হবে না তা বুঝিয়ে দিচ্ছেন ওই পদে বিরোধী প্রার্থী শশী থারুর। তিনি পুরোদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক সৌজন্য বজায় রেখে খড়্গেকে আক্রমণ করছেন তার স্বভাবসুলভ শানিত ভাষায়।
বিজ্ঞাপন
এ বার এই লড়াইয়ে তিনি একটি ভিন্ন রাজনৈতিক চাল চেলেছেন। তার বক্তব্য, কংগ্রেসের কিছু প্রবীণ নেতা রাহুল গান্ধীর কাছে অনুরোধ করেছিলেন, তারুরকে যাতে নির্বাচনে না লড়তে অনুরোধ করা হয়। রাহুল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
তারুর বলছেন, উনি (রাহুল গান্ধী) চেয়েছেন আমি লড়াই করি। কারণ তার ধারণা তাতে দলেরই লাভ হবে। দলের তাবড় নেতারা স্পষ্টতই আমাকে সমর্থন করছেন না। অনেকেই রাহুলকে বলেছিলেন আমাকে আটকানোর জন্য। কিন্তু সে অনুরোধ উনি ফিরিয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মুখে বা গোপনে যে যা-ই বলুন না কেন, ব্যালট কিন্তু গোপন। কেউ জানতে পারবেন না, কে কাকে ভোট দিলেন। সবাই তার ইচ্ছা এবং বিশ্বাসমাফিক ভোট দিতে পারবেন। দলকে শক্তিশালী করতে এবং আসন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে কাকে ভোট দেবেন সে ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।
গান্ধী পরিবারের কেউ সরাসরি এবার দলের সভাপতি পদে আসছেন না তা এক রকমের নিশ্চিত হয়ে গেছে। তবে মল্লিকার্জুন খড়্গে যদি কংগ্রেসের সভাপতি পদে আসেন তবে কংগ্রেসে ‘গান্ধী যুগ’ সে অর্থে শেষ হয়েও হচ্ছে না।
এনএফ