ভারতে ঘুরতে যাওয়া নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে জম্মু-কাশ্মির নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও পূর্ব লাদাখ এবং তার রাজধানী লেহ্-তে যাওয়ার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি।

সম্প্রতি মার্কিন বিদেশ অধিদপ্তর থেকে এ নির্দেশিকা জারি করা হয়।

এতে বলা হয়েছে, ‘ভারতে ধর্ষণের মতো অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে। পর্যটন কেন্দ্রগুলোতেও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটছে। তাই দেশটি ঘরতে যাওয়া পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।’

জম্মু-কাশ্মিরের কথা উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে উত্তেজনা রয়েছে। সেখানে সন্ত্রাসবাদ এবং অশান্তির ঘটনা ঘটে থাকে।’

‘জম্মু-কাশ্মিরে ঘুরতে যাবেন না। কারণ পর্যটনকেন্দ্রগুলোতে হামলা হতে পারে’ বলেও উল্লেখ করা হয়।

এমএইচএস