পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দল ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) একজন সিনেটরকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃত ওই সিনেটরের নাম আজম খান স্বাতী।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে টুইট করার অভিযোগে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধানসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অত্যন্ত আপত্তিকর এবং ভীতিকর বার্তা’ টুইট করার অভিযোগে প্রথমে সিনেটর আজম খান স্বাতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এরপরই বৃহস্পতিবার পিটিআই সিনেটর আজম স্বাতীকে গ্রেপ্তার করা হয়।

দ্য ডন বলছে, আজম স্বাতীর টুইটে সরাসরি সেনাপ্রধানের নাম রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার ছেলে হামজা শেহবাজকে অর্থ পাচার মামলা থেকে দেশটির একটি বিশেষ আদালত খালাস দেওয়ার পর বুধবার ওই টুইটটি করা হয়।

আলোচিত ওই টুইটে সিনেটর আজম খান স্বাতী বলেন, ‘জনাব বাজওয়া আপনাকে এবং আপনার সাথে আরও কয়েকজনকে অভিনন্দন। আপনার পরিকল্পনা সত্যিই কাজ করছে এবং সকল অপরাধী এই দেশের মূল্যের বিনিময়ে মুক্তি পাচ্ছে। এই গুন্ডাদের মুক্ত করে আপনি দুর্নীতিকে বৈধতা দিয়েছেন। এখন এই দেশের ভবিষ্যৎ কী বলে আপনি মনে করেন।’

বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের দায়রা আদালতের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পিটিআই নেতা আজম স্বাতী বলেন, আইন ভঙ্গ, সংবিধান বা মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি। তার দাবি, ‘(টুইটে জেনারেল) বাজওয়ার নাম নেওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে - এবং এটিই (তাদের কাছে আইনের) লঙ্ঘন’।

তাকে কারা আটক করেছে জানতে চাইলে পাকিস্তানি এই সিনেটর বলেন, এফআইএ। তিনি অভিযোগ করেন, তাকে ‘এজেন্সি’ দিয়ে নির্যাতন করা হয়েছে। ইমরানের দলের এই সিনেটরের অভিযোগ, একজন সংসদ সদস্যকে বস্ত্রহীন করা হয়েছে। আমি জাতিকে (সেই সত্যটা) বলছি।

টিএম