ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের এখন নতুন আকর্ষণের জায়গা এটি।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩২ আসনের রেস্তোরাঁটি পিপিপি মডেলে চালানো হবে। সাজসজ্জা সহজেই পর্যটকদের মন কাড়বে। আর এতে নানা ধরনের খাবারের পসরাও রয়েছে।

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের এডিআরএম সঞ্জয় চিরাওয়ারওয়ার বলেন, ‘দেশ-বিদেশের যাত্রীদের উন্নত পরিষেবা দিতে অত্যাধুনিক এই রেস্তোরাঁ চালু করা হয়েছে।’

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন শুধু সাধারণ যাত্রীদের নয়, পর্যটকদের কাছেও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই রেস্তোরাঁটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। যাত্রীদের ভালো ও উন্নতমানের খাবার সরবরাহ করাই মূল লক্ষ্য। সেই পরিপ্রেক্ষিতে রেলের আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এই রেস্তোরাঁয় ইন্ডিয়ান, চাইনিজ এবং দক্ষিণ ভারতীয় খাবার মিলবে। খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। উল্লেখযোগ্য সাড়া মিললে আগামীতে এর আসন সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমএইচএস