তার সরকারের জন্য সামনে ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলে সতর্কতা উচ্চারণ করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি ‍সুনাক। তিনি বলেছেন, পেছনের ভুল শোধরাতে নিজেদের মধ্যে ঐক্য দরকার। প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথম ভাষণে সুনাক স্পষ্ট করে বলেন, তিনি অতীতের ভুল সংশোধন করে দেশকে এগিয়ে নেবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া ভাষণে অভ্যন্তরীণ বিষয়ের বাইরে ইউক্রেন ইস্যুতে ‘কঠোর’ হওয়ার বার্তা দেন ঋষি সুনাক। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘ভয়ংকর যুদ্ধ’ বলে অভিহিত করেন কনজারভেটিভ দলীয় এই প্রধানমন্ত্রী। তিনি একই সঙ্গে সফলভাবে এই যুদ্ধের শেষ দেখতে হবে বলেও হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার সকালে লন্ডনে রাজ পরিবারের কার্যালয় বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি সুনাক। সংক্ষিপ্ত বৈঠকের পর রাজা চার্লস তাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবং নতুন মন্ত্রিসভা গঠনে আমন্ত্রণ জানান।

এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। ভাষণের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি সম্মান জানান সুনাক।

পরে সাবেক সরকারের সমালোচনা করে ঋষি সুনাক বলেন, বিগত সরকার কিছু ভুল করেছিল এবং সেসব ভুলের জেরেই দেশ বর্তমানে এক গভীর অর্থনৈতিক সংকটের সামনে উপস্থিত হয়েছে। তিনি বলেন, ‘আমি কী কারণে এবং কোন পরিস্থিতিতে আপনাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছি, তা আপনারা সবাই জানেন।’

আরও পড়ুন : ঋষি সুনাক : যে কারণে তার প্রতি আগ্রহ বেশি 

‘এই মুহূর্তে আমাদের দেশ এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া এখনও করোনা মহামারির জের আমাদের টেনে নিতে হচ্ছে।’

লিজ ট্রাসের সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কিছু ভুল করেছিলাম। এসব ভুল যে ইচ্ছাকৃত ছিল এমন নয়। এবং কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিকও নয়। কিন্তু তারপরও আমরা বলব, কিছু ভুল আমাদের ছিল।’

বিগত সরকারগুলোর ভুল শোধরাতে দ্রুত কাজ শুরু করা প্রয়োজন উল্লেখ করে সুনাক বলেন, ‘আমাদের খুব দ্রুত কাজে নেমে পড়তে হবে। কারণ যত বিলম্ব হবে সংকটের তীব্রতা আরও বাড়বে। এবং আমি আপনাদের প্রধানমন্ত্রী হয়েছি বিগত আমলের সেসব ভুল সংশোধনের জন্যই।’

নিজের মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দেশের এখন যে পরিস্থিতি, তাতে আমাদের নিজেদের মধ্যকার যাবতীয় মতপার্থক্য ভুলে এক হওয়ার সময় এসেছে। কারণ, ব্রিটেনের জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমার দিক থেকে এ বিষয়ে সবসময়ই পূর্ণ আগ্রহ থাকবে।’

এদিকে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপর এক টুইট বার্তায় ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সামরিক মিত্র লন্ডনের সাথে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত আছে কিয়েভ।’

টুইটে জেলেনস্কি বলেছেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ঋষি সুনাককে অভিনন্দন।’ বর্তমানে ব্রিটিশ সমাজ এবং সমগ্র বিশ্ব যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা সুনাক সফলভাবে জয় করতে সক্ষম হবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

ইউক্রেনের এই নেতা বলেন, ‘আমি ঐক্যবদ্ধভাবে ইউক্রেনীয়-ব্রিটিশ কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে প্রস্তুত রয়েছি।’

সূত্র: এএফপি, বিবিসি।

এসএস