এক দশকে ভারতের প্রাণঘাতী যত দুর্ঘটনা
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে নির্মিত প্রায় দেড়শ বছরের পুরোনো একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪২ জনের প্রাণহানি ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে গুজরাটের এই দুর্ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।
গত দশকে ভারতে ঘটে যাওয়া মর্মান্তিক ও ভয়াবহ কয়েকটি দুর্ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক...
বিজ্ঞাপন
এপ্রিল ২০১২: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ব্রহ্মপুত্র নদে রাতের বেলা প্রায় ৩০০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে অন্তত ১০৩ জনের প্রাণহানি ঘটে।
ফেব্রুয়ারি ২০১৩: বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসব কুম্ভমেলা উপলক্ষ্যে ভারতের উত্তরাঞ্চলীয় এক রাজ্যে লাখ লাখ মানুষের জনসমাগম ঘটে। ওই রাজ্যের এক রেলওয়ে স্টেশনে পদদলনে অন্তত ৩৬ হিন্দু তীর্থযাত্রী মারা যান। ওই কুম্ভমেলায় প্রত্যেক বছর প্রায় ৩ কোটি মানুষের সমাবেশ ঘটে।
বিজ্ঞাপন
এপ্রিল ২০১৩: ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের কাছের থান জেলায় অবৈধ এবং অর্ধনির্মিত একটি ভবন ধসে প্রায় ৭২ জন মারা যান।
অক্টোবর ২০১৩: ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশের দীর্ঘ এবং কনক্রিটের তৈরি সেতু পেরিয়ে তীর্থযাত্রীদের মন্দিরে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেতুতে ফাঁটল ধরা পড়ার খবর জানাজানি হওয়ায় আতঙ্কিত লোকজন ছোটাছুটি করতে গিয়ে পদদলনের শিকার হন। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি ঘটে।
জুলাই ২০১৪: দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ভারী বৃষ্টির কারণে নির্মাণাধীন ১১তলা বিশিষ্ট একটি ভবন ধসে কমপক্ষে ৪৭ জন মারা যান।
সেপ্টেম্বর ২০১৫: ভারতের মধ্যপ্রদেশের কেন্দ্রী এক শহরে অবৈধভাবে মজুত করে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত ৮৮ জনের প্রাণহানি ঘটে।
এপ্রিল ২০১৬: দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার এক মন্দিরে আতশবাজি পোড়ানোর সময় ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে উপস্থিত প্রায় ১০০ মানুষ নিহত ও আরও ৩৮০ জনের বেশি আহত হন।
নভেম্বর ২০১৬: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ১৪৬ যাত্রীর প্রাণহানি ঘটে। এতে আহত হন আরও দুই শতাধিক মানুষ।
জানুয়ারি ২০১৭: দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের একটি চলন্ত ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরে কমপক্ষে ৪১ জন মারা যান।
নভেম্বর ২০১৭: ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উত্তরপ্রদেশের একটি বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি এনটিপিসি লিমিটেডের কমপক্ষে ৪৫ কর্মীর প্রাণহানি ঘটে।
অক্টোবর ২০১৮: উত্তরাঞ্চলীয় অমৃতসর শহরে এক উৎসবে অংশ নেওয়া শত শত মানুষ ট্রাকে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় জনতার ওপর একটি কমিউটার ট্রেন উঠে যায়। এতে অন্তত ৫৯ জনের মৃত্যু এবং ৫৭ জন আহত হন।
জুন ২০১৯: ভারতের উত্তরের হিমাচল প্রদেশের সড়কে একটি বাস উল্টে কমপক্ষে ৪৪ জন নিহত ও আরও ৩৫ জন আহত হন।
ডিসেম্বর ২০১৯: রাজধানী নয়াদিল্লির একটি চার-তলা আবাসিক ভবনে অগ্নিকোণ্ডে কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটে। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে শতাধিক কর্মী ঘুমন্ত ছিলেন।
ফেব্রুয়ারি ২০২১: মধ্যপ্রদেশে একটি সেতু থেকে বাস খালে পড়ে ডুবে যাওয়ায় অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটে।
সূত্র: রয়টার্স।
এসএস