পূর্ব এশিয়ার দেশ জাপানে সোমবার আঘাত হেনেছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে রাজধানী টোকিও এবং অন্যান্য শহরগুলো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫.০৯ মিনিটে মিয়ে নামক স্থানে ভূপৃষ্ঠের ৩৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের সংবাদসংস্থা এনএইচকে জানিয়েছে, এ কম্পনে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ফুকুশিমা পরমাণু কেন্দ্রে অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সার্ভেও জানায়, জাপানে সোমবার বিকেলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প হয়।

ভূমিকম্পটির সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় রাজধানী টোকিও থেকে ১৩৭ কিলোমিটার উত্তরে অবস্থিত ফুকুশিমা এবং ইবার্কিতে। এ দুটি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

যখন ভূকম্পনটি আঘাত হানে তখন বুলেট ট্রেন এবং টোকিওর মেট্রো সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সেবাও আবার স্বাভাবিক হয়।

এমটিআই