নৈশভোজে মুখোমুখি মোদি-জিনপিং
ইন্দোনেশিয়ায় নৈশভোজে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির বালি প্রদেশে জি-২০ শীর্ষ বৈঠকে তারা মুখোমুখি হয়েছেন। এ সময় তারা কিছুক্ষণ আলাপচারিতাও করেন।
লাদাখের গালওয়ান উপত্যকার সেই রক্তাক্ত সংঘর্ষের ঘটনার পর এই প্রথমবার তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে।
বিজ্ঞাপন
এর বছর তিনেক আগে তামিলনাড়ুর মমল্লপুরমে শেষ বার পাশাপাশি দেখা গিয়েছিল তাদের দু’জনকে। সেসময় দ্বিপাক্ষিক কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জি-২০ শীর্ষ বৈঠকের নৈশভোজে মঙ্গলবার রাতে মুখোমুখি হওয়ার পরে করমর্দন করেন মোদি এবং জিনপিং। লাদাখ ঘটনার পর প্রথমবার সাক্ষাৎ হলেও তাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদি। নিজের রাজ্য গুজরাতে নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের পর সেই প্রচেষ্টায় ইতি পড়ে গিয়েছিল। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি এবং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি।
এমএ