বিয়েকে কেন্দ্র করে সাজগোজের বিষয়টি নতুন নয়। তবে এই সাজ নিয়েই সবার নজর কেড়েছেন দুই জন। শাড়ি পরে বরের দুই পুরুষ বন্ধু চমকে দিলেন বরকেও। যুক্তরাষ্ট্রের শিকাগোর এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী বরের দুই বিদেশি বন্ধুকে শাড়ি পরিয়ে দিচ্ছেন। বন্ধুরা বেশ উচ্ছ্বসিত তা নিয়ে। মুখে চোখে উপচে পড়া হাসি থেকে কার্যত তা স্পষ্ট। আমেরিকা প্রবাসী এক ভারতীয় যুবকের বিয়ে ঘিরে এই কাণ্ড।

ইতোমধ্যে এই পোস্টের লাইকের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০ হাজার। মন্তব্য করেছেন ৪০৮ জনেরও বেশি। ভিডিওর ক্যাপশনে লেখা ‘বিয়ের দিন সকালে বরের দুই পুরুষ বন্ধু শাড়ি পরে মিচিগান এভিনিউ দিয়ে হাঁটছেন।’ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে বেজায় খুশি। তাদের একাংশ লিঙ্গ বৈষম্যের প্রসঙ্গ টেনে প্রশংসায় পঞ্চমুখ।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, নববধূর জন্য অপেক্ষা করছেন বর। হঠাৎ পেছনে তাকিয়ে তিনি অবাক। বধূ বেশে সামনে দাঁড়িয়ে আছেন তার দুই বন্ধু। পরনে সিল্কের শাড়ির সঙ্গে মানানসই রঙের ব্লাউজ। সঙ্গে কপালে উজ্জ্বল টিপ। পুরো ভিডিওটি পোস্ট করেছে ‘প্যারাগনফিল্মস’, বিয়ের ভিডিওগ্রাফির জন্য শিকাগোতে বিখ্যাত।

শিকাগোর রাস্তায় শাড়িতে সাবলীলভাবে হেঁটে বেড়াচ্ছেন দুই বন্ধু। তা দেখে অবাক হচ্ছেন অনেকে, একই সঙ্গে খুশিও হয়েছেন তারা। বিয়ের আসরে কোনো না কোনো মজার ঘটনা ঘটেই থাকে।

এসএসএইচ