কলকাতায় আজ মোদির ব্রিগেড, থাকছেন মিঠুন অক্ষয়
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকতায় ব্রিগেডে অংশ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৭ মার্চ) এই ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি এই ব্রিগেডে ১২ লাখ মানুষের সমাগম হবে। স্তব্ধ করে দেওয়া হবে পুরো কলকাতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিজেপির এই হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশকে সফল করতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব। এই আগে ব্রিগেডের প্রচারণার অংশ হিসেবে রাজ্যব্যাপী প্রচার, মিছিল, সভা করেছে দলটি। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি এই ব্রিগেড থেকে কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে দলের রয়েছেন দলটির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
নেতাকর্মীদের দিয়ে ব্রিগেড ময়দান পূর্ণ করতে সব রকম উদ্যোগ নিয়েছে বিজেপি। ব্রিগেডের পুরো ময়দানকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে, থাকছে বড় পর্দাও। এছাড়া মূল মঞ্চের পাশে থাকছে আলাদা দু’টি মঞ্চ।
মূল মঞ্চে নরেন্দ্র মোদি ও অন্যান্য প্রথম সারির নেতৃত্ব থাকবেন। অন্য দুটি মঞ্চে থাকবেন বিজেপির অন্য নেতৃত্ব। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। ভিড়ের জন্য ব্রিগেড ময়দানে জায়গা না পাওয়া মানুষেরা সেই স্ক্রিনের মাধ্যমেই মোদির বক্তব্য শুনবেন।
বিজ্ঞাপন
অবশ্য কলকাতায় নরেন্দ্র মোদির এটাই প্রথম ব্রিগেড নয়। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও মোদি কলকাতার এই ময়দানে এসেছিলেন। কিন্তু ২০১৯ সালের ৮ এপ্রিলের সেই সমাবেশের সঙ্গে ২০২১ সালের ৭ মার্চের যেন অনেক পার্থক্য। কারণ তখন পশ্চিমবাংলার দুই সাংসদের বিজেপিতে এখন ১৮ জন সাংসদ। দলবদলের খেলায় ৩ বিধায়কের বিজেপি এখন অনেক বেশি শক্তিশালী।
তখন মমতার তৃণমূল কংগ্রেস থেকে আসা মুকুল রায় শুধু বিজেপিতে ছিলেন। এখন শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় হয়ে সেই তালিকা অনেক বড়। তাই রোববারের মোদির ব্রিগেড সমাবেশে ব্যাপক জনসমাগমের ‘নজির’ সৃষ্টি করাই লক্ষ্য বিজেপির। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘রোববারের সমাবেশের এমন চেহারা হবে, অতীতে যার কোনও নজির নেই।’
এই ব্রিগেড সমাবেশ যে বড় মাত্রা পেতে চলেছে সেটা বিজেপি আগেই বুঝিয়ে দিয়েছিল। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের ব্রিগেডে হওয়া লোকসমাগম বিজেপিকে মোদির ব্রিগেড নিয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে।
এদিকে ব্রিগেড সমাবেশে ইতোমধ্যেই প্রখ্যাত অভিনেতা ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এমনকি স্বয়ং মোদির আমন্ত্রণে ব্রিগেড সমাবেশে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কাজেই এই ব্রিগেডকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখাতে বিজেপি চেষ্টার কোনো কমতি রাখছে না। সমাবেশ থেকে নরেন্দ্র মোদি কী বার্তা দেন এটাই এখন দেখার বিষয়।
টিএম