করোনা টিকা: নিজে নিয়ে অন্যদেরও নিতে বললেন দালাইলামা
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। শনিবার (৬ মার্চ) ভারতের হিমাচল প্রদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। এসময় অন্যদেরও এই টিকা নেওয়ার অনুরোধ জানান এই ধর্মীয় নেতা।
শনিবার টিকা নেওয়ার পর দালাইলামা বলেন, ‘এটা খুব উপকারী, খুবই ভালো। মারাত্মক সমস্যা এড়াতে সবার এই টিকা নেওয়া উচিত।’
বিজ্ঞাপন
জানুয়ারির ১৬ তারিখে ভারতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে দেশটি কেবল স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধাদেরই টিকার আওতায় আনে। পরে মার্চের ১ তারিখ থেকে ৬০ বছরের বেশি বয়সীদের জন্যও টিকা নেওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়।
একইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে অসুস্থ ব্যক্তিরাও এখন এই টিকা নিতে পারছেন। আগামী জুলাই মাসের মধ্যে ‘অগ্রাধিকার’ ভিত্তিতে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
বিজ্ঞাপন
হিমাচল প্রদেশের কাংরা জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. গুরদর্শন গুপ্ত রয়টার্সকে বলেন, টিকা কেন্দ্রে এসে ‘সাধারণ মানুষের মতো করে’ টিকা নেওয়ার কথা জানান দালাইলামা। আর তাই নিরপাত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালের সেশনেই তাকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন করি।
এর আগে গত ১ মার্চ টিকা নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ নেন ৭০ বছর বয়সী এই প্রধানমন্ত্রী।
ভারতে এখন পর্যন্ত এক কোটি ১০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ৫৭ হাজারের বেশি মানুষ।
সূত্র: বিবিসি
টিএম