ভিডিও: দলীয় কর্মীদের বেধড়ক মারধরে কার্যালয় ছেড়ে পালালেন বিধায়ক
ভারতের রাজধানী দিল্লিতে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। এ নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এই উত্তাপে দলীয় কর্মীদের হাতেই মারধরের শিকার হলেন দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির একজন বিধায়ক।
এমনকি মারধরের কারণে প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটে পালান ওই বিধায়ক। আর সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। সোমবার (২১ নভেম্বর) রাতে দিল্লিতে আম আদমি পার্টির একটি কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম বলছে, দিল্লির পৌরসভা গত ১৫ বছর ধরে ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির দখলে রয়েছে। আর এবার পৌরসভার দখল পেতে উঠেপড়ে লেগেছে দিল্লি রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ)। এই অবস্থায় প্রতিদিনই সেখানে রাজনৈতিক সভা-সমাবেশ হচ্ছে।
— Sambit Patra (@sambitswaraj) November 21, 2022
অন্যান্য দিনের মতো সোমবার রাতেও দিল্লির মাটিয়ালার আপ বিধায়ক গুলাব সিং যাদবও কর্মীদের নিয়ে সভা করছিলেন। সেখানেই উত্তেজিত কিছু কর্মী আপ বিধায়ককে ব্যাপক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে কোনোক্রমে দৌড়ে পালিয়ে বাঁচেন ওই বিধায়ক।
বিজ্ঞাপন
অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখিয়ে বিজেপিসহ আম আদমি পার্টির বিরোধীরা দাবি করেছে, শাসকদলের দুর্নীতি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছেছে। ফলে নিজের দলের কর্মীদের কাছেই মার খেতে হচ্ছে নেতাকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সোমবার রাত আটটার দিকে শ্যাম বিহারে কর্মীসভা করছিলেন মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিং যাদব। দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝেই বসে ছিলেন বিধায়ক গুলাব। এছাড়া তাকে ঘিরে কার্যালয়ে হাজির ছিলেন আরও অনেকে। তবে কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল।
সেখানেই কিছু কর্মী উত্তেজিত হয়ে কথা বলছিলেন। শেষ পর্যন্ত সেই বিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। বিধায়কের কলার ধরে তাকে মারধর শুরু করেন কয়েকজন। এরপর বিধায়ককে পালাতে উদগ্রীব দেখা গেলেও কর্মীদের কয়েকজন তাকে আঘাত করেই চলেছিলেন।
কেউ কেউ মারমুখী কর্মীদের থেকে বিধায়ককে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আর এর মধ্যেই বেশ কয়েক বার মার খান গুলাব। শেষ পর্যন্ত কোনোরকমে নিজেকে ছাড়িয়ে বিধায়ক দৌড় দেন। এরপরও কয়েকজনকে পেছনে পেছনে দৌড়াতে দেখা যায়।
— NDTV (@ndtv) November 21, 2022
বিধায়কের মার খাওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়। বিজেপি নেতা সম্বিত পাত্র বলেছেন, ‘একটি দলের ‘সৎ রাজনীতি’র নাটকের কিছু দৃশ্য। আপের দুর্নীতি এমনই যে, দলের কর্মীরাই বিধায়কের ওপর ক্ষেপে গেছেন। সামনের ভোটে আপের অবস্থাও এমন হতে চলেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আম আদমি পার্টির মধ্যে দলীয় কোন্দল শুরু হয়েছে। গুলাবকেও সেই কারণে কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে।
এ দিকে বিজেপির দাবি উড়িয়ে দিয়ে গুলাব বলেছেন, বিজেপির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে তার ওপর হামলা করেছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন।
টিএম