সৌদির কাছে হার, আর্জেন্টিনাকে নিয়ে ঠাট্টা-মশকরার বন্যা
ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনে ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ফেস্টের বন্যা ছড়িয়েছে।
অনেকেই বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও শেয়ার করে আর্জেন্টাইন সমর্থকদের খোঁচা এবং ঠাট্টা-মশকরার করছেন। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে।
বিজ্ঞাপন
— Troll Football (@TrollFootball) November 22, 2022
এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সৌদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।
— Sunil (@TweetsOfSunil) November 22, 2022
আর্জেন্টিনার এই হারের পরপরই ফুটবল সমর্থকরা সামাজিক যোগোযোগমাধ্যমে নানা ধরনের মিম পোস্ট করছেন। চলুন দেখে নেওয়া যাক সেসব মিমের কিছু...
বিজ্ঞাপন
— Ritas Son Sly (@lixpin) November 22, 2022
— Ashley Payne (@Ashley_Payne95) November 22, 2022
— Saad (@Fallen_x_King) November 22, 2022
এসএস