মহামারির পর ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। বিশেষ করে রপ্তানি খাতে। দেশটির সরকার কর্তৃক প্রকাশিত রোববারের এক হিসাবে দেখা যাচ্ছে, মহামারির পর এ বছরের প্রথম দুই মাসে চীনের রপ্তানিতে যে প্রবৃদ্ধি হয়েছে তা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। একইসঙ্গে আমদানিও বেড়েছে। 

ইলেকট্রনিক্স ও টেক্সটাইল পণ্য রপ্তানিতে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে করোনার কারণে মাস্ক রপ্তানি অনেকটা বেড়েছে। এছাড়া ঘরে বসে কাজ করায় অনেক রপ্তানি পণ্যের চাহিদার সঙ্গে মহামারিতে দেশটির সুরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণও ছিল অনেক বেশি।     

চীনের হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের রপ্তানি বেড়েছে ৬০ দশমিক ৬ শতাংশ। অনেক বিশেষজ্ঞ যে প্রত্যাশার কথা জানিয়েছিলেন এই সংখ্যাটা তার চেয়ে বেশি। এছাড়া আমদানিও ২২ দশমিক ২ শতাংশ বেড়েছে। 

মহামারির প্রকোপের কারণে গত বছরের একই সময়ে দেশটির রপ্তানি ১৭ শতাংশ এবং আমদানি ৪ শতাংশ কমেছিল। উহান থেকে প্রাদুর্ভাব শুরুর পর চীন সংক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়ার সময় মানুষ ঘরবন্দি ও ব্যবসা বন্ধ হওয়ায় তখন সংকোচন দেখা দেয়।  

গত বছরের সঙ্গে তুলনা করলে সেই ঘাটতি তো পূরণ হয়েছে উল্টো রপ্তানির ক্ষেত্রে চীনের প্রবৃদ্ধি হয়েছে আকাশচুম্বি। দেশটির শুল্ক প্রশাসন রোববার যে হিসাব প্রকাশ করেছে তাতে উল্লিখিত সময়ে চীনের বাণিজ্য উদ্বৃত ছিল ১০৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।  

এএস