মাঠে ক্রিকেট খেলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফেরদৌসি বেগম

বিধানসভা নির্বাচনের আগে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে ভাইরাল হয়েছে ‘খেলা হবে’ স্লোগান। নির্বাচনকে সামনে রেখে ছোট-বড় সব রাজনৈতিক সমাবেশেই শোনা যাচ্ছে এই স্লোগান। এমনকি রাজনীতির আঙিনা ছাড়িয়ে এই ‘খেলা হবে’ স্লোগান পৌঁছে গেছে বিয়ে বাড়িতেও। তবে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে এবার মাঠেই প্রথমবারের মতো এই স্লোগান দিয়েছেন পশ্চিমবঙ্গের এক নারী তৃণমূল প্রার্থী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচিত ওই নারী তৃণমূল প্রার্থীর নাম ফেরদৌসি বেগম। পশ্চিমবঙ্গের সোনারপুর উত্তর বিধানসভা আসন থেকে নির্বাচনে অংশ নিতে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়েছেন তিনি। রাজ্যটির রাজনীতির ময়দান বর্তমানে খেলা হবে স্লোগানে উত্তপ্ত। ঠিক সেইসময় ব্যাট হাতে মাঠে নেমে ফেরদৌসি বেগমও জানালেন- এবার খেলা হবে।

স্থানীয় রাজপুর সোনারপুর পৌরসভার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনরাতের একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই খেলার মাঠে উপস্থিত হয়ে রোববার (৭ মার্চ) নির্বাচনী প্রচারণার কাজ সারেন ফেরদৌসি। উপস্থিত দর্শকদের হাতে তুলে দেন মমতা সরকারের রিপোর্ট কার্ড। মাঠে উপস্থিত দর্শকদের সঙ্গে কথাও বলেন তিনি।

২০১১ সাল থেকে টানা ওই আসনের বিধায়ক ফেরদৌসি বেগম। দিন দু’য়েক আগে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েই তিনি নেমে পড়েছেন প্রচারণার কাজে। তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখনও ওই আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। সেদিক থেকে প্রচারণায় আগে থেকেই মাঠে নেমে নির্বাচনী কাজে অনেকটাই এগিয়ে গেছেন ফেরদৌসি বেগম।

তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীর দাবি, মমতার সরকার বিগত ১০ বছর ধরে রাজ্যে উন্নয়ন করেছে। সমাজের সব স্তরের মানুষের জন্য উন্নয়ন করা হয়েছে। তার বিধানসভা এলাকাতেও অনেক উন্নয়নের কাজ করা হয়েছে। সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পেয়েছেন তার বিধানসভা এলাকার বাসিন্দারা। তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে আরও উন্নয়ন করা হবে বলেও দাবি করেছেন তিনি।

খেলা হবে স্লোগানকে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে তারও সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, মানুষ এবার বিজেপিকে একটিও ভোট দেবে না। বিজেপি নেতারা যেভাবে রাজ্যের বদনাম করছেন এবং নারীদের অসম্মান করছেন তা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না বলেও দাবি তার।

অবশ্য নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে ফেরদৌসি বেগমের মাঠে নেমে পড়ার ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপির বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাসের দাবি, মনোনয়ন পাওয়ার আগেই তিনি ফুটবল খেলেছিলেন, আর মনোনয়ন পাওয়ার পর তিনি ক্রিকেট খেলছেন, নির্বাচনের ফল ঘোষণার পর তাকে বাড়িতে বসে লুডু খেলতে হবে। তাই তিনি যেন এখন থেকেই লুডু প্র্যাকটিস করার পরামর্শও দিয়েছেন সুনীপ দাস।

টিএম