আগামী তিন বছরে দেশের আরও ২৫টি বিমানবন্দর বেসরকারি সংস্থাকে লিজ দেবে নরেন্দ্র মোদী সরকার। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিংহ এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নীতি মেনেই ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ২৫টি বিমানবন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ তালিকায় বারানসী, ভুবনেশ্বর, অমৃতসর, ত্রিচি, ইনডোর, রায়পুর, কালিকট, বারোদা, চেন্নাইয়ের মতো বিমানবন্দরগুলো আছে বলে জানান তিনি।

আরও পড়ুন>>বিমান পরিবহনে সুরক্ষায় চীন থেকেও এগিয়ে ভারত

২০২১ সালের অগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নীতি ঘোষণা করে জানিয়েছিলেন, ভারতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হাতে বিপুল পরিকাঠামো-সম্পদ পড়ে আছে। শুধু বিমানবন্দর নয়, ভূগর্ভস্থ কেবল, বিশাল সরকারি ভবন, গ্যাসলাইন, সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রেললাইন- এমন বহুবিধ পরিকাঠামো-সম্পদ হয় অব্যবহৃত অবস্থায় রয়েছে, নয়তো  অদক্ষভাবে ব্যবহার করা হচ্ছে। দেশের উন্নয়নের কাজে ওই সম্পদ ব্যবহার করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ইতোমধ্যে দিল্লিসহ দেশের ৮টি বিমানবন্দরের পরিকাঠামো এবং পরিচালনার জন্য পিপিপি মডেল অনুসরণ করছে কেন্দ্র। কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীকে লিজ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিল সে রাজ্যের বাম সরকার।

এমএ