ভারতের কেরালার তিরুবনন্তপূরম শহরে খেলার ছলে রিমোটের ব্যাটারি গিলে ফেলে ২ বছরের এক শিশু। পরে চিকিৎসকদের প্রচেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে তা বের করে প্রাণে বাঁচানো গেছে তাকে।

জানা গেছে শিশুটির নাম হৃষীকেশ। বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলতে খেলতে এক পর্যায়ে প্রায় ৫ সেন্টিমিটার লম্বা এবং দেড় সেন্টিমিটার চওড়া রিমোটটির ব্যাটারি গিলে ফেলে সে। পরে তার বাবা-মা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাকে। আশানুরূপ ফলাফল না পাওয়ায় সেখান থেকে ছোট্ট হৃষীকেশকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।

সেখানে নিয়ে গেলে সময় নষ্ট না করে চিকিৎসকরা তৎক্ষণাৎ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। পরে মাত্র ২০ মিনিটের মধ্যেই ব্যাটারিটি শিশুর পেট থেকে বের করতে সক্ষম হন তারা।

এ ঘটনায় হাসপাতালের এক দায়িত্বরত চিকিৎসক বলেছেন, ‘‘ব্যাটারিটি শিশুর পেটে না গিয়ে অন্য কোথাও আটকে গেলে তা বের করে আনা কঠিন হত। তবে আমরা মাত্র ২০ মিনিটের মধ্যেই ব্যাটারিটি তার পেট থেকে বের করে আনতে পেরেছি। এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে হৃষীকেশ।’’

সূত্র : আনন্দবাজার।

এফকে