নতুন করে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। বছরের শেষ দিকে এসে চীন, আমেরিকায় সংক্রমণ বাড়ছে। এ নিয়ে এবার তৎপর হয়েছে ভারত সরকার। দেশে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার সংখ্যা বাড়াতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এ নিয়ে রাজ্যগুলোকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, চীন, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিলে হঠাৎ করোনায় সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে হবে। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়।

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আরও লিখেছেন, করোনার নতুন কোনো প্রজাতির কারণে সংক্রমণ ছড়াচ্ছে কি না, তার সন্ধান পাওয়া যাবে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে। জিনোম সিকোয়েন্স এমন একটা পদ্ধতি, যার সাহায্যে করোনার নতুন প্রজাতিকে চিহ্নিত করা ও তার চরিত্র সম্পর্কে জানা যায়।

চীনে আবারও করোনার দাপট দেখা দিয়েছে। দেশটিতে সম্প্রতি করোনাবিধি শিথিল করার পরই সংক্রমণ বাড়ছে। মহামারি বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী ৯০ দিনে চীনের জনগোষ্ঠীর ৬০ শতাংশই সংক্রমিত হবেন। যে হারে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের বিষয় বলে জানিয়েছে আমেরিকা।

যদিও গত কয়েক মাস ধরেই ভারতে করোনা সংক্রমণ নিম্নমুখী রয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের একটি প্যানেল আশ্বাসের সুরে জানিয়েছে যে, চীনের করোনা পরিস্থিতি খারাপ হলেও এ নিয়ে ভারতের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে চীনের কোভিড পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখা হচ্ছে।  

সূত্র: আনন্দবাজার অনলাইন

জেডএস