ল্যাম্বরগিনি গাড়ির সাহায্যে রোগীদের কাছে কিডনি পৌঁছে দিয়েছে ইতালির পুলিশ। এ কীর্তিতে সামাজিকমাধ্যমে বাহবা কুড়োচ্ছেন ইতালির সে পুলিশ সদস্যরা। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) পুলিশের এ বিশেষ উদ্যোগে যে দু’জন রোগী কিডনি পেয়েছেন, তারাও বেশ খুশি। এ ঘটনাটি ছবিসহ ইনস্টাগ্রামে নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করেছেন ইতালীয় পুলিশ কর্তৃপক্ষ। 

ল্যাম্বরগিনির হুরাক্যানের মডেলের এ গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার। তবে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে মাত্র ৩.২ সেকেন্ড সময় নেয় এ বিলাসবহুল সুপারকার। বস্তুত, শহরে নজরদারি চালানোসহ জরুরি ভিত্তিতে রক্ত এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য এ সুপারকারকে উপহার দিয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি।

ইতালীয় পুলিশ জানিয়েছে, ল্যাম্বরগিনির হুরাক্যানে মডেলের গাড়িটি দিয়ে উত্তর-পূর্ব ইটালির পাদুয়া থেকে প্রথমে মদেনার হাসপাতালে কিডনি নিয়ে যান তারা। এরপর সেখান থেকে পৌঁছান রোমে। মাঝে অবশ্য পেট্রল ভরার জন্য উত্তরাঞ্চলের বোলোনা শহরের জাতীয় সড়কে থেমেছিলেন। তবে শেষমেশ ৪৯১ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছেছেন গন্তব্যে।

/এফকে/