রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত এবং তিনি পশ্চিমা দেশের তৈরি ওষুধে বেঁচে আছেন বলে দাবি করেছেন এক রুশ রাজনৈতিক বিশ্লেষক। খবর দ্য নিউইয়র্ক পোস্টের।

ভ্যালারি সোলোভি নামে এ বিশ্লেষক বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুতিনের এটি শেষ বছর হতে পারে। কারণ পুতিন ক্যানসারে আক্রান্ত। কিন্তু বর্তমানে পশ্চিমাদের তৈরি ওষুধ প্রয়োগ করে তার ক্যানসার বৃদ্ধি আটকে রাখা হয়েছে।

এ বিশ্লেষকের দাবি, যদি পুতিন পশ্চিমা ওষুধ না পেতেন তাহলে এতদিন হয়ত বেঁচে থাকতেন না।

এ ব্যাপারে ইউক্রেনের ইউটিউব চ্যানেল ওডেসা ফ্লিম স্টুডিওকে ভ্যালারি সোলোভি বলেছেন, ‘আমি বলতে পারি বিদেশি চিকিৎসা ছাড়া পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকতে পারতেন না। তিনি সর্বাধুনিক চিকিৎসা এবং থেরাপি ব্যবহার করেন, যেটি রাশিয়া তাকে দিতে পারত না।’

তিনি ইউটিউব চ্যানেলটিকে আরও বলেছেন, ‘আমি নিশ্চিত পুতিন বিশেষ চিকিৎসা পাচ্ছেন। আমি বলব তার চিকিৎসা বেশ ভালো চলছে। তারা তাকে বেশ ভালো চিকিৎসা দিচ্ছে।’

তবে তার দাবি, এসব সত্ত্বেও পুতিন মৃত্যুর সন্নিকটে আছেন। এমনকি তার ডাক্তাররাও এ কথা বলেছেন। কারণ কোনো ওষুধ আজীবন কাজ করে না।

রাশিয়ার এ রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছেন পুতিন ক্যানসার ছাড়াও পারকিনসন রোগে আক্রান্ত। যারা পারকিনসন রোগে আক্রান্ত হন তাদের স্নায়ু ধীরে ধীরে কার্যকারিতা হারাতে থাকে। তিনি বলেছেন, ‘আমি আপনাকে নিশ্চিত বলতে পারি পুতিন পারকিনসন রোগের প্রাথমিক ধাপে আছেন। কিন্তু এটি বেড়ে চলছে। সিকিউরিটি সার্ভিসের করা একটি ইমেইলে পুতিনের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি ফাঁস হয়েছে। কিন্তু এসব কিছু অস্বীকার করা হবে। এগুলো লুকাতে যা করার সবই করা হবে।’

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এমটিআই