এশিয়াজুড়ে ১০০ কোটি ডোজ করোনা টিকা দেবে কোয়াড
২০২২ সালের শেষ নাগাদ এশিয়ার দেশগুলোতে ১০০ কোটি ডোজ করোনা টিকা বিতরণ করবে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান— চারটি দেশের জোট কোয়াড। শুক্রবার কোয়াডের এক ভার্চুয়াল বৈঠকে চার দেশের শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষ বর্ধন শ্রিংলা।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবারে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেন, ‘ইন্দো-প্যাসিফিক এলাকায় দেশগুলোকে ১০০ কোটি ডোজ করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোয়াড নেতারা। এ লক্ষ্য পূরণে ইতোমধ্যে কোয়াডভুক্ত দেশগুলো দ্রুততম সময়ের মধ্যে নিজেদের আর্থিক সামর্থ্য, টিকা প্রস্তুত প্রকৌশল এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো বাড়ানো এবং উন্নত করার ব্যাপারেও ঐকমত্যে পৌঁছেছেন।’
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কোয়াডে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী টিকার ডোজগুলো প্রস্তুত করা হবে ভারতে। আর এ খাতে টাকার যোগান দেবে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন এবং জাপানের ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন। টিকা ডোজ প্রস্তুত হয়ে যাওয়ার পর এশিয়ার দেশগুলোতে তা বিতরণের ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আগামী ২০২২ সালের শেষ নাগাদ টিকার ডোজগুলো বিতরণ করা শুরু করবে কোয়াড। বর্তমানে এশিয়া বা ইন্দো-প্যাসিফিক এলাকার দেশগুলো মহামারির বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। আমাদের বিশ্বাস, কোয়াডের টিকা সেই লড়াইকে সমাপ্তির পথে নিয়ে যাবে।’
বিজ্ঞাপন
২০০৭ সালে গঠিত ‘কোয়াড’ নামের চতুর্দেশীয় এক কাঠামোর আওতায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। প্রশান্ত, দক্ষিণ চীন সাগরসহ এশিয়ার জলসীমায় চীনের অব্যাহত প্রভাব রুখতেই এই জোট গঠন করে চার দেশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুক্রবার কোয়াডের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা, ভারতের প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের একাংশের মত, সম্প্রতি এশিয়ার দেশগুলোতে ভ্যাকসিন বিতরণ করে এ অঞ্চলে চীন তার অধিপত্য বাড়াতে চাইছে। তার জবাব হিসেবেই এই পরিকল্পনা গ্রহণ করেছে কোয়াড।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ