ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজার ৮৮২ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত ৮৩ দিন পর ভারতে এটাই দৈনিক সর্বাধিক আক্রান্ত। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৩ লাখ ছাড়াল। শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবারের চেয়ে শনিবার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা ৭ শতাংশ বেড়েছে। গতদিন শনাক্ত হয়েছিল ২৩ হাজার ২৮৫ জন। গোটা ভারতে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৭২৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ মৃত্যু নিয়ে ভারতে ভাইরাসটির সংক্রমণে প্রাণহানি ১ লাখ ৫৮ হাজার ৪৪৬।     

ভারতে এখন সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দুই লাখ ২ হাজার ২২ জন; যা দেশটির মোট শনাক্ত রোগী ১ দশমিক ৭৪ শতাংশ। ভারতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার হার কমে এখন ৯৮ দশমিক ৮২ শতাংশ। 

ভারতে শনিবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় যত রোগী শনাক্ত হয়েছে তা গত ২০ ডিসেম্বরের পর একদিনে সর্বাধিক। গত বছরের ওইদিন ভারতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছিল ২৬ হাজার ৬২৪ জন। 

শুক্রবার দেশটির সরকার জানায় যে, নতুন করে শনাক্ত হওয়া রোগীর ৮৫ দশমিক ৬ শতাংশই দেশটির ছয় রাজ্যের। রাজ্যগুলো হলো, মহরাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং তামিলনাডু। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট শনাক্তের ৮২ দশমিক ৯৬ শতাংশ পাঁচটি রাজ্যে। এছাড়া ভারতে বর্তমানে সক্রিয় কোভিড-১৯ রোগী ৭১ দশমিক ৬৯ শতাংশ দুই রাজ্য মহরাষ্ট্র ও কেরালার। 

গত বছরজুড়ে মহারাষ্ট্র রাজ্যে দৈনিক শনাক্তের হার ছিল সর্বাধিক। রাজ্যটির করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সম্প্রতি রাজ্যটির বেশ কিছু জেলায় আংশিক লকডাউন কিংবা রাত্রীকালিন কারফিউ জারি করা হয়েছে। 

শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে ১৫ হাজার ৮১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরে এটাই দৈনিক আক্রান্তের রেকর্ড। মহরাষ্ট্রের সক্রিয় রোগীর সংখ্যা এখন ১ লাখ ১০ হাজার ৪৮৫ জন। গত বৃহস্পতিবার থেকে মহরাষ্ট্রে দৈনিক গড়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে চার হাজার করে। 

করোনার টিকাদান কর্মসূচি জোরদার করার মধ্যেই ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৮০ লাখের বেশি করোনা টিকার ডোজ মানুষকে দেওয়া হয়েছে।

এএস