পাকিস্তানে পুলিশের ওপর আরও হামলার হুমকি টিটিপির
পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে শুক্রবার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালায় পাকিস্তান তেহরিক-ই-তালিবান (টিটিপি)।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সশস্ত্র এ জঙ্গি গোষ্ঠী হুমকি দিয়েছে, পুলিশে ওপর আরও হামলা চালাবে তারা।
বিজ্ঞাপন
তালিবান জঙ্গীদের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালিয়ে থাকে পুলিশ। এ কারণে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীটির বিরুদ্ধে গত কয়েক মাসে হামলা বাড়িয়ে দিয়েছে তালিবান।
গত মাসে পেশোয়ারে পুলিশ সদর দপ্তরের ভেতরের একটি মসজিদের ভেতর ভয়াবহ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় তালিবান। ওই হামলায় প্রায় ৮০ জন পুলিশ সদস্য প্রাণ হারান। মসজিদের ভেতর বোমা হামলার পর পুলিশের কিছু কর্মকর্তা সরকারের সমালোচনা করেন। তারা জানান, জঙ্গিদের প্রতিহতে যে দায়িত্ব সেনাবাহিনীর পালন করার কথা সেই দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশকে।
বিজ্ঞাপন
আরও হামলার হুমকি দিয়ে শনিবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালিবান বলেছে, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ চলছে সেটি থেকে পুলিশের দূরে থাকা উচিত। নয়তবা পুলিশের ওপর আমাদের হামলা অব্যাহত থাকবে।’
তারা বিবৃতিতে আরও বলেছে, ‘আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতা দিয়ে বলছি, বন্দুকযুদ্ধের নামে আমাদের নিরীহ বন্দি যোদ্ধাদের হত্যা বন্ধ করুন, নয়তবা আমাদের পরবর্তী হামলার তীব্রতা আরও কঠোর হবে।’
এদিকে শুক্রবার সকালে করাচির পুলিশ সদর দপ্তরে তালিবানের একটি সুইসাইড স্কোয়াড ঢুকে পড়ে। ওই ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে প্রায় এক ঘণ্টা বন্দুক যুদ্ধ হয়। গুলিতে দুই হামলাকারী নিহত হন। অপর একজন নিজেকে উড়িয়ে দেন।
এছাড়া ওই ঘটনায় দু’জন পুলিশ অফিসার, সেনাবাহিনীর একজন রেঞ্জার এবং একজন বেসামরিক কর্মী নিহত হন।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
এমটিআই