সোরোসের তীব্র সমালোচনা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
‘নিউইয়র্কে বসে তারা মনে করেন, তাদের ভাবনা অনুযায়ী বিশ্ব চলবে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় মার্কিন ধনকুবের জর্জ সোরোসকে তীব্র কটাক্ষ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোদির সমালোচনার জবাবে শনিবার সিডনিতে এক আলোচনা সভায় ৯২ বছর বয়সী সোরোসকে ‘বুড়ো, ধনী, জেদী এবং বিপজ্জনক’ বলে কটাক্ষ করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, এমন মানুষরা এখনও মনে করেন যে, তাদের ভাবনাই ঠিক এবং পুরো বিশ্ব সেই ভাবনা অনুযায়ীই চলবে।’
অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস ব্রাউনের সাথে সিডনিতে আলোচনা সভায় বক্তৃতার সময় জয়শঙ্কর বলেন, সোরোস নিউইয়র্কে বসে থাকা একজন বুড়ো, ধনী, জেদী ব্যক্তি; যিনি নিউইয়র্কে বসে তার ভাবনা অনুযায়ী সমগ্র বিশ্ব পরিচালিত হবে বলে এখনও মনে করেন। এই ধরনের লোকজন আসলে নিজেদের পছন্দের দৃষ্টিভঙ্গির পেছনে বিনিয়োগ করেন।
বিজ্ঞাপন
জয়শঙ্কর বলেন, তাদের পছন্দের প্রার্থী যদি জিতে চায়, তাহলে তার মতো লোকজন মনে করেন নির্বাচন ভালো হয়েছে। কিন্তু নির্বাচনের ফল যদি তাদের মনের মতো না হয়, তাহলে তারা বলবে, সংশ্লিষ্ট দেশের গণতন্ত্র ত্রুটিপূর্ণ।
ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে মজার বিষয় হচ্ছে খোলামেলা সমাজের জন্য এসব করা হচ্ছে বলে তারা বোঝাতে চান। কিন্তু এটা আসলে ছলনা।
বিজ্ঞাপন
হাঙ্গেরীয়-মার্কিন ব্যবসায়ী সোরোস বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রসার ও প্রচারের জন্য ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। জার্মানির মিউনিখে এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের আদানি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন তিনি।
এ সময় সোরেস বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে গণতান্ত্রিক নন। মুসলিমদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি মোদির উল্কাগতির উত্থানের নেপথ্য কারণ বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবমূল্যায়ন করায় সোরোসকে আক্রমণ করে এস জয়শঙ্কর বলেন, তিনি (সোরোস) আসলে মনে করেন, ১৪০ কোটি মানুষের এই দেশ কোনও বিষয় নয়। কিন্তু দেশ কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত আমাদের জনগণের।
তিনি বলেন, এই ধরনের কথাবার্তা আমাদেরকে চিন্তাগ্রস্ত করে। আমরা এমন একটি দেশ যেটি ঔপনিবেশিকতার মধ্য দিয়ে গেছে। বাইরের হস্তক্ষেপ হলে কী ধরনের বিপদ ঘটে তা আমরা জানি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণতান্ত্রিক নন এবং দেশটিতে মুসলমানদের নাগরিকত্বের জন্য কথিত হুমকির বিষয়ে সোরোসের আগের মন্তব্যের দিকে ইঙ্গিত জয়শঙ্কর বলেন, তার এসব মন্তব্য ‘হাস্যকর’।
সিডনিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোরোস বলেছেন ভারত একটি গণতান্ত্রিক দেশ। কিন্তু তিনি ভারতের প্রধানমন্ত্রীকে গণতান্ত্রিক বলে মনে করেন না। তিনি এর আগে আমাদের বিরুদ্ধে লাখ লাখ মুসলমানের নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করার অভিযোগ এনেছিলেন। যা অবশ্য ঘটেনি। এটা ছিল হাস্যকর এক মন্তব্য।’
‘আপনি যদি এই ধরনের ভীতিকর কাজ করেন... লাখ লাখ মানুষ নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন। এটা আসলে সামাজিক কাঠামোর প্রকৃত ক্ষতি করে। কারণ সমাজের কেউ কেউ আপনাকে বিশ্বাসও করে। আপনি এই ধরনের ভয়ের সমাজ তৈরি করছেন।’
সোরোসের মন্তব্যকে ‘ইউরো আটলান্টিক প্রেক্ষাপটের আদর্শ’ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের অবশ্যই বিতর্ক এবং কথোপকথনের সুযোগ রাখতে হবে। এসব মূল্যবোধ গণতন্ত্রকে সংজ্ঞায়িত করে। কারণ বিশ্ব পুনরায় ভারসাম্যপূর্ণ এবং ইউরো-আটলান্টিক নির্ভরতামুক্ত হয়ে উঠেছে।
এর আগে, শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতীয়দের ঐক্যবদ্ধভাবে ‘বিদেশি শক্তি যারা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করে’ তাদের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি।
এসএস