ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা
ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার (১৫ মার্চ) এই হামলা হয়।
তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত সাতটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এর দুটি ঘাঁটিতে আঘাত হানে। অন্য পাঁচটি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে। অবশ্য বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া রকেটের সংখ্যা পাঁচটি।
বিজ্ঞাপন
এদিকে সোমবারের সর্বশেষ এই রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় ধরনের হামলা হয়ে আসছে।
এর আগে গত ৩ মার্চ ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। এছাড়া বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিনজোনে প্রায়ই রকেট হামলার ঘটনা ঘটছে।
বিজ্ঞাপন
ওয়াশিংটন অবশ্য এসব হামলার জন্য ইরান ও ইরানের সমর্থনপুষ্ট বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করে আসছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু
টিএম